National Girl Child Day 2024: লিঙ্গ বৈষম্য দূর করতে জাতীয় শিশু কন্যা দিবস, জানুন দিনটির গুরুত্ব

২৪ জানুয়ারি ভারতে পালন করা হয় জাতীয় শিশু কন্যা দিবস (National Girl Child Day)। ২০০৮ সাল থেকে প্রতিবছর নিয়ম করে বিশেষ ভাবে এই দিনটি পালন করে ভারত সরকার। এদিন দেশবাসীকে লিঙ্গ সমতা সম্পর্কে বিশেষ বার্তা দিয়ে থাকে মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রক।

যুগ যুগ ধরে ভারতীয় সমাজে বৈষম্যের মুখোমুখি হতে হচ্ছে মেয়েদের। বর্তমান যুগেও দেশের বিভিন্ন জায়গায় ঘটে চলেছে কন্যা ভ্রূণ হত্যা ও শিশু কন্যা হত্যার ঘটনা। ভারতবর্ষের প্রত্যন্ত গ্রামে শিক্ষা ব্যবস্থা থাকলেও শিক্ষার আলোয় আলোকিত হতে পারে না মেয়েরা। বৈষম্য, ধর্ষণ, বাল্যবিবাহ, যৌতুক হয়রানির মতো বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় নারী সমাজকে। এই সব সমস্যা সমাধানের জন্য বিভিন্ন প্রকল্পের ব্যবস্থা করেছে ভারত সরকার। কন্যা শিশু বাঁচাও (Save the Girl Child), 'বেটি বাঁচাও বেটি পড়াও' (Beti Bachao Beti Padhao), মেয়েদের জন্য কম খরচে বা বিনামূল্যে শিক্ষা (free / subsidised education)। নারী ও শিশু কন্যার উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই বিশেষ দিনটিতে এমন বিভিন্ন প্রকল্পের প্রচার করে সরকার।

সমাজের জন্য ছেলে ও মেয়ে সমান গুরুত্বপূর্ণ। জাতীয় শিশু কন্যা দিবসে, সমাজে কন্যা শিশুদের এই গুরুত্ব ও তাদের ভূমিকা সম্পর্কে সচেতন করা হয় ভারতীয়দের। কন্যা শিশুদের অধিকার ও কল্যাণের জন্য মানুষকে একত্রিত হওয়ার জন্য উৎসাহ করে এই দিনটি। বন্ধ হোক লিঙ্গ বৈষম্য, জাতীয় শিশু কন্যা দিবসে জেগে উঠুক গোটা ভারত।



@endif