Nagaland Assembly Elections Result 2023: বিরোধীরা ধরাশায়ী, নাগাল্যান্ডে ক্ষমতা দখলের পথে বিজেপি-এনডিপিপি জোট
ত্রিপুরায় (Tripura) ম্যাজিক ফিগারের দিকে এগোচ্ছে বিজেপি (BJP)৷ ত্রিপুরার পাশাপাশি নাগাল্যান্ডেও (Nagaland) সরকার গঠন করতে পারে বিজেপি এনডিপিপি জোট ৷ বৃহস্পতিবার উত্তর-পূর্বের ৩ রাজ্যে ভোট গণনা শুরুর পর যে ট্রেন্ড সামনে আসছে, তা থেকে স্পষ্ট এবার নাগাল্যান্ডে ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি এনডিপিপি জোট ৷ নাগাল্যান্ডে বিজেপি এগিয়ে ১০টি আসনে ৷ যার মধ্যে ২টি আসনে ইতিমধ্য়েই জয় পেয়েছে গেরুয়া শিবির ৷ অন্যদিকে বিজেপির জোটসঙ্গী এনডিপিপি এগিয় ২২টি আসনে ৷ উত্তর-পূর্বের এই রাজ্যে কংগ্রেস এগিয়ে ৫টি আসনে ৷