Malayalam Film Industry: যৌন কেলেঙ্কারিতে নাম জড়াল সিপিএম বিধায়ক মুকেশের, হেমা কমিটির বিস্ফোরক রিপোর্টে চাপে পিনরাই বিজয়নের সরকার
মালায়ালাম সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে বিচারপতি হেমা কমিটির রিপোর্ট নিয়ে দেশজুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। মালায়ালাম সিনেমা ইন্ডাস্ট্রিতে যৌন হেনস্থা, যৌন কেলেঙ্কারি, যৌনতার বিনিময়ে কাজের সুযোগ, সহ একাধিক বিস্ফোরক অভিযোগ উঠে এসেছে হেমা কমিটির রিপোর্টে।
কোচি, ৩১ অগাস্ট: মালায়ালাম সিনেমা ইন্ডাস্ট্রি (Malayalam Film Industry) নিয়ে বিচারপতি হেমা কমিটি (Hema Committee) র রিপোর্ট নিয়ে দেশজুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। মালায়ালাম সিনেমা ইন্ডাস্ট্রিতে যৌন হেনস্থা, যৌন কেলেঙ্কারি, যৌনতার বিনিময়ে কাজের সুযোগ, সহ একাধিক বিস্ফোরক অভিযোগ উঠে এসেছে হেমা কমিটির রিপোর্টে। মি টু কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে কেরলের সিপিআই (এম) বিধায়ক মুকেশের। অভিনেতা থেকে সিপিএম বিধায়ক হওয়া মুকেশের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে বিচারের দাবি তুলেছেন অভিনেত্রী মিনু মুনির।
এই ঘটনায় চাপে পড়ে গিয়েছে কেরলের এলডিএফ সরকার। এই কাণ্ডে নিয়ে কেরল সিপিএমের রাজ্য সচিব এমভি গোবিন্দান বললেন, " এই প্রথম ভারতে সিনেমা ইন্ডাস্ট্রির সমস্যা নিয়ে কমিটি গড়ে সমাধানের চেষ্টা হয়েছে। যেটা করেছে এখানকার এলডিএফ (বাম) সরকার। হেমা কমিটি মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি-র উন্নতি ও স্বচ্ছতার জন্য ২৪টি প্রস্তাব দিয়েছে। পুলিশ এখনও পর্যন্ত এই কাণ্ডে ১১টি মামলা দায়ের করেছে। তার মধ্যে একটা মামলা হয়েছে সিপিআই(এম) বিধায়ক মুকেশকে নিয়েও।"
দেখুন হেমা কমিটির রিপোর্ট নিয়ে কী বললেন কেরলের সিপিএম নেতা এমভি গোবিন্দান
এরপর কেরলের সিপিএম নেতা দাবি করেন, "পিনরাই বিজয়নের সরকার যে ন্যায়ের জন্যই লড়ছে, তা তার দলের বিধায়কের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপে প্রমাণ হচ্ছে। আসলে কেরল সরকার গোটা দেশের কাছে উদাহরণ তৈরি করছে।"