Murshidabad: প্রেমিকাকে হোটেলে নিয়ে মাদক খাইয়ে ধর্ষণ করল মুর্শিদাবাদের চিকিৎসক, পুলিশের ভয়ে বেপাত্তা অভিযুক্
সম্পর্কের টানে কলকাতা থেকে মুর্শিদাবাদ গিয়েছিলেন তরুণী। তারপরেই তাঁর জীবনে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা।
সম্পর্কের টানে কলকাতা থেকে মুর্শিদাবাদ (Murshidabad) গিয়েছিলেন তরুণী। তারপরেই তাঁর জীবনে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। হোটেলে নিয়ে গিয়ে মাদক খাইয়ে অচৈতন্য করে নির্যাতিতাকে ধর্ষণ করল মুর্শিদাবাদ মেডিকেল কলেজের এক সিনিয়র ডাক্তার। অভিযুক্ত আবার সম্পর্কে ওই মহিলার প্রেমিক। ঘটনাটি ঘটেছিল গত ৪ অক্টোবর। ওইদিন হোটেলে ডিনার করার নাম করে পানীয়র সঙ্গে মাদক মিশিয়ে অজ্ঞান করেছিল অভিযুক্ত, তারপর তাঁকে ধর্ষণ করা হয়। এরপর গত ২ ডিসেম্বর ফের তরুণীকে বহরমপুরে ডেকে পাঠায় ওই যুবক। সেখানে তাঁকে প্রাণনাশেরও হুমকি দেয় অভিযুক্ত।
আর সেই কারণেই কিছুদিন মুখ বন্ধ রাখার পর অবশেষে সম্প্রতি খানায় গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ জানায় ওই মহিলা। অভিযোগ, অক্টোবর মাসে তাঁর প্রেমিক তাঁকে বহরমপুরের বাড়িকতে ডাকে। সেখান থেকে তাঁরা ডিনার করার জন্য একটি হোটেল নিয়ে যায়। সেখানেই প্রথমে ঘুমের ওষুধ পানীয়র মধ্যে মিলিয়ে খাইয়ে দেওয়া হয়। এরপর তাঁকে ধর্ষণ করা হয়। এই ঘটনার পর আবারও ডিসেম্বর প্রেমিকাকে বহরমপুুরে ডাকা হয়।
অভিযোগ, প্রথমে তাঁকে মুখ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তবে সেটিতে সায় না দিলেও ওই যুবতীকে পাল্টা হুশিয়ারি দেয় যুবক। এমনকী শ্বাসরোধ করে খুনেরও চেষ্টা করা হয়েছে তাঁকে। যদিও পুলিশে অভিযোগ জানানো হতেই চম্পট দিয়েছে অভিযুরক্ত চিকিৎসক। তাঁর খোঁজে জারি রয়েছে তল্লাশি অভিান।