মুম্বই, ৫ সেপ্টেম্বর: মুম্বইতে (Mumbai) জারি করা হল জোরদার সতর্কতা। মুম্বইতে ৩৪ জন মানব বোমা রয়েছে। সেই সঙ্গে রয়েছে ৪০০ কেজি আরডিএক্স। এমন হুমকি আসার পর বাণিজ্যনগরী জুড়ে জোরদার সতর্কতা দারি করা হয়েছে। ৩৪ জন মানব বোমা ৪০০ কেজি আরডিএক্স নিয়ে ঘুরছে। এই হুমকি প্রকাশ্যে আসার পর জোর সতর্কতা জারি করা হয় মুম্বইতে। ট্রাফিক পুলিশের হেলপলাইনে এমন হুমকি ফোন আসার পর থেকেই গোটা মম্বই জুড়ে জোরদার সতর্কতা জারি করা হয়েছে।
অনন্ত চতুর্দশীতে লস্কর-ই জিহাদিদের তরফে মানব বোমা (Human Bomb) এবং আরডিএক্সের হুমকি জারি করা হয়েছে। অনন্ত চতুর্দশীতে ট্রাফিক পুলিশের হেলফ লাইনে ওই হুমকি আসার পর থেকে জোরদার সতর্কতা জারি করা হয়েছে মুম্বই জুড়ে।
হুমকি ফোনে জানানো হয়, মুম্বইতে ৩৪টি গাড়িতে ৩৪ জন মানব বোমা ঘুরছে। আর ওই মানব বোমাদের শরীরেই ৪০০ কেজি বিস্ফোরক রয়েছে বলে হুমকি দেওয়া হয়।
সোমবার ওই ব্যক্তিকে গ্রেফতারির পর ফের অনন্ত চতুর্দশীতে লস্কর-ই জিহাদিদের হুমকি নিয়ে শোরগোল শুরু হয়েছে।