MP: মুরগির মাংস রান্না করা নিয়ে অশান্তি দম্পতির, থামাতে গিয়ে খুন প্রতিবেশী
গত মঙ্গলবার ছাওয়ানি পাথার গ্রামের বাসিন্দা পাপ্পু আহিরওয়ারের বাড়িতে মুরগির মাংস রান্না করছিল তাঁর স্ত্রী। সেই সময় কিছু বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয় ওই দম্পতির মধ্যে।
ভোপাল: মুরগির (chicken) মাংস রান্না করা নিয়ে গন্ডগোল শুরু হয়েছিল স্বামী-স্ত্রীর মধ্যে। বিষয়টি নিয়ে এতটাই চেঁচামেচি হয় যে তাঁদের গণ্ডগোল থামাতে ছুটে আসতে বাধ্য হন প্রতিবেশীরা। যা হোক করে বুঝিয়ে সুঝিয়ে কোনওরকমে গণ্ডগোল থামানো গেলেও রেশ থেকেই গিয়েছিল। তার জেরেই খুন (Murder) হতে হল ওই দম্পতির এক প্রতিবেশীকে (neighbour)। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালের (Bhopal) বিলকিরিয়া পুলিশ স্টেশন এলাকার ছাওয়ানি পাথার গ্রামে। অভিযোগ পাওয়ার পরে অভিযুক্ত পাপ্পু আহিরওয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার ছাওয়ানি পাথার গ্রামের বাসিন্দা পাপ্পু আহিরওয়ারের বাড়িতে মুরগির মাংস রান্না করছিল তাঁর স্ত্রী। সেই সময় কিছু বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয় ওই দম্পতির মধ্যে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে ওই দুজনের চেঁচামেচি শুনে তাঁদের বাড়িতে এসে হাজির হন আশেপাশের বাড়ির বাসিন্দারা। তারপর কোনওরকমে ওই দম্পতিকে বুঝিয়ে গণ্ডগোল থামায়।
যদিও গন্ডগোলের রেশ যে থামেনি তা বোঝা যায় কিছুক্ষণ বাদে। গণ্ডগোল থামাতে যাওয়া প্রতিবেশী বাবলু আরিওয়ারের বাড়িতে একটি লাঠি নিয়ে চড়াও হয় পাপ্পু। তারপর বাবলুকে বেধড়ক মারধর করতে থাকে। পরে গুরুতর আহত অবস্থায় বাবুলকে স্থানীয় হামিদিয়া হাসপাতালে নিয়ে যান তাঁর পরিবারের লোকেরা। সেখানে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার প্রেক্ষিতে পাপ্পু আরিওয়ারকে শুক্রবার গ্রেপ্তার করে পুলিশ। তদন্ত এখনও চলছে।