Milind Deora: মহারাষ্ট্রে জোর টক্কর, আদিত্য ঠাকরের বিরুদ্ধে শিবসেনার অস্ত্র মিলিন্দ দেওরা

চলতি বছরের জানুয়ারি মাসে কংগ্রেস ছেড়ে শিবসেনায় যোগ দেন মিলিন্দ। শুধু তিনিই নন, কংগ্রেস ছেড়ে শিবসেনায় যোগ দেওয়া সঞ্জয় নিরুপমকেও বিধানসভার টিকিট দিয়েছেন একনাথ শিন্ডে।

মিলিন্দ দেওরা (ছবিঃANI)

নয়াদিল্লিঃ সামনেই মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন(Maharashtra Assembly Election)। আর ভোট ময়দানে একে অপরকে টক্কর দিতে তৈরি শিবসেনা(Shiv Sena) ও ঠাকরে(Thackeray) পরিবার। এ বার ওরলি আসনে আদিত্য ঠাকরের(Aditya Thackeray) বিরুদ্ধে মিলিন্দ দেওরাকে(Milind Deora) প্রার্থী করল একনাথ শিন্ডের(Eknath Shinde) শিবসেনা। রবিবার মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে শিবসেনা। আর তাতেই রয়েছে মিলিন্দের নাম। মিলিন্দ দেওরার সঙ্গে ওরলি কেন্দ্রের সম্পর্ক পুরনো। এই কেন্দ্র থেকে আগে জিতেছেন তিনি। শুধু তাই নয়, এই কেন্দ্র থেকে একাধিকবার জয়ী হয়েছিলেন তাঁর বাবা মুরলী দেওরাও। প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে কংগ্রেস ছেড়ে শিবসেনায় যোগ দেন মিলিন্দ। শুধু তিনিই নন, কংগ্রেস ছেড়ে শিবসেনায় যোগ দেওয়া সঞ্জয় নিরুপমকেও বিধানসভার টিকিট দিয়েছেন একনাথ শিন্ডে। এ বার দিন্দোশি বিধানসভা আসন থেকে লড়বেন সঞ্জয় নিরুপম। ঠাকরে পরিবারকে টেক্কা দিতে কি পারবে কংগ্রেস থেকে আসা দুই নেতা? তা জানতে হলে অপেক্ষা করতে হবে ২৩ নভেম্বর পর্যন্ত।

আদিত্য ঠাকরের বিরুদ্ধে শিবসেনার অস্ত্র মিলিন্দ দেওরা



@endif