Mehbooba Mufti's Daughter Iltija On BJP: 'পেগাসাস স্পাইওয়্যার দিয়ে বিজেপি বিরোধী নেত্রীদের ফোন হ্যাক করা হচ্ছে', অভিযোগ মেহবুবা মুফতির কন্যার
নিজের সোশ্যাল হ্যান্ডেলে ইলতিজা মুফতি অভিযোগ করেন, তিনি অ্যাপল থেকে সতর্কতা পেয়েছেন ফোন হ্যাকের বিষয়ে। গোটা দেশের যে মহিলা নেত্রীরা বিজেপির 'বশ্যতা স্বীকার করছেন না', তাঁদের প্রত্যেকের ফোন হ্যাক করে তল্লাশি চালানো হচ্ছে বলে অভিযোগ করেন মুফতি-কন্যা ইলতিজা।
দিল্লি, ১০ জুলাই: ফোন হ্যাক করা হচ্ছে। পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে তাঁর ফোন হ্যাক করা হচ্ছে। এবার এমনই অভিযোগ করলেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতির (Mehbooba Mufti) কন্যা ইলতিজা ( Iltija Mufti)। পিডিপি (PDP) নেত্রীর কন্যা তথা দলের সংবাদ মুখপাত্র ইলতিজা মুফতি দাবি করেন, তিনি অ্যাপলের সতর্কতা পেয়েছেন। গোটা দেশে বিজেপি বিরোধী যে মহিলা নেত্রীরা রয়েছেন, গেরুয়া শিবির তাঁদের প্রত্যেকের ফোন পেগাসাস স্পাইওয়্যার (Pegasus Spyware) দিকে হ্যাক করছে বলেও অভিযোগ করেন জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) প্রাক্তন মুখ্যমন্ত্রীর কন্যা।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে ইলতিজা মুফতি অভিযোগ করেন, তিনি অ্যাপল থেকে সতর্কতা পেয়েছেন ফোন হ্যাকের বিষয়ে। গোটা দেশের যে মহিলা নেত্রীরা বিজেপির 'বশ্যতা স্বীকার করছেন না', তাঁদের প্রত্যেকের ফোন হ্যাক করে তল্লাশি চালানো হচ্ছে বলে অভিযোগ করেন মুফতি-কন্যা ইলতিজা। বিজেপি (BJP) নির্লজ্জভাবে তাঁদের ফোন হ্যাক করে তল্লাশি শুরু করেছে বলেও অভিযোগ করেন পিডিপি নেত্রী।