Kerala Man Wins 39cr In UAE: সংযুক্ত আরব আমিরশাহিতে ৩৯ কোটি টাকার লটারি জিতলেন কেরালার ব্যবসায়ী

সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) ৩৯ কোটি টাকার লটারি (Lottery) জিতলেন এক ভারতীয়। তাঁর নাম আবদুসসালাম এন ভি (Abdussalam N V) মাসকটে (Muscat) একটি শপিং সেন্টার চালান। বছরের প্রথম রাফেল লটারিতে তিনি ভারতীয় মুদ্রায় ৩৯ কোটি টাকা জিতেছেন। কেরালার কাঝিকাড়ের বাসিন্দা ২৮ বছরের সালাম লটারি ফলাফল বের হওয়ার একদিন পর জানতে পারেন তিনি এত পরিমাণ লটারি জিতেছেন। লটারি পরিচালন সংস্থা প্রথমদিন তাঁর খোঁজ পায়নি। এরপর কমিউনিটির সদস্যদের মাধ্যমে শেষমেশ সালামের খোঁজ পেয়ে তাঁকে লটারি জেতার বিষয়ে জানায়।

Lottery | Image used for representational purpose (Photo Credits: Pixabay)

কোচি, ৬ জানুয়ারি: সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) ৩৯ কোটি টাকার লটারি (Lottery) জিতলেন এক ভারতীয়। তাঁর নাম আবদুসসালাম এন ভি (Abdussalam N V) মাসকটে (Muscat) একটি শপিং সেন্টার চালান। বছরের প্রথম রাফেল লটারিতে তিনি ভারতীয় মুদ্রায় ৩৯ কোটি টাকা জিতেছেন। কেরালার কাঝিকাড়ের বাসিন্দা ২৮ বছরের সালাম লটারি ফলাফল বের হওয়ার একদিন পর জানতে পারেন তিনি এত পরিমাণ লটারি জিতেছেন। লটারি পরিচালন সংস্থা প্রথমদিন তাঁর খোঁজ পায়নি। এরপর কমিউনিটির সদস্যদের মাধ্যমে শেষমেশ সালামের খোঁজ পেয়ে তাঁকে লটারি জেতার বিষয়ে জানায়।

জানা যাচ্ছে, গত বছরের ২৯ ডিসেম্বর টিকিট কাটেন। ওমানের নম্বরের পরিবর্তে ভারতের মোবাইল নম্বর ঠিকানাতে দেন। সেই কারণেই সালামের খোঁজ পেতে দেরি হয়। আরও পড়ুন: Indian Expat Wins $1 Million at Dubai: দুবাইয়ে ১ মিলিয়ন ডলার লটারি জিতলেন প্রবাসী ভারতীয়

সালাম জানিয়েছেন যে তিনি এই লটারির টাকা তাঁর এক বন্ধুর সঙ্গে ভাগাভাগি করে নেবেন। কারণ তাঁরা দুজনেই টিকিটের টাকা দিয়েছেন।