Lok Sabha Election 2024: কমেছে এনডিএ-র আসন সংখ্যা! ঔদ্ধত্য ভালো নয়, বলছে খোদ সমর্থকেরা! ভিডিও শেয়ার করলেন মহুয়া মৈত্র
বিগত দু'টি লোকসভা নির্বাচনে নজিরবিহীনভাবে লড়েছিল বিজেপি। আর সেই সঙ্গে জনগন সর্বস্ব দিয়ে এনডিএ-কে জিতিয়েছিল। কিন্তু এবারে এমন কী হল যে এনডিএ-র আসন সংখ্যা এতটা কমল, বর্তমানে এই নিয়ে চুলচেড়া বিশ্লেষন করছে রাজনৈতিক মহল। যদিও বিজেপির আসন সংখ্যা মোটামুটি ভালো জায়গাতেই আছে। কিন্তু অনেকটা কমেছে শরিকদলগুলির আসন সংখ্যা। আর এই কারণে বিজেপির চাণক্য তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ওপর ক্ষুব্ধ খোদ দলেরই কর্মী সমর্থকদের একাংশ।
বুধবার তৃণমূল প্রার্থী তথা কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Maitra) একটি ভিডিও নিজের এক্স হ্যাণ্ডেলে শেয়ার করেন। যেখানে দেখা যাচ্ছে বারানসীর এক বিজেপি সমর্থ যুবক বলছেন, গুজরাটের নকল চাণক্যের ঔদ্ধত্য অনেকটা বেড়ে গিয়েছিল। এতটাও অহঙ্কার ভালো নয় যে তোমার অবস্থা খারাপ হয়ে যায়। এই হারের দায় যোগী আদিত্যনাথকে কেন দিচ্ছেন অমিত শাহ? সেলিমপুরের প্রার্থী নীরজ শেখর সিং আপনার ঘনিষ্ঠজন, আপনি ওনাকে টিকিট দিয়েছেন। ভুলভাল দলের সঙ্গে জোট আপনি করেছেন। টিকিট আপনি দিয়েছেন, প্রার্থী আপনি বেছেছেন যখন তখন সমস্ত দায় আপনার। বারানসীর পরিবেশ, অর্থনীতি সবকিছু আপনাদের জন্য নষ্ট হয়েছে।
বিজেপি সমর্থকের এই ভিডিও শেয়ার করেছেন খোদ মহুয়া মৈত্র। এই নির্বাচনের ফলাফল যে গেরুয়া শিবিরের কর্মী সমর্থকেরা মেনে নেননি, তা কিন্তু স্পষ্ট। প্রসঙ্গত, এনডিএ এই নির্বাচনে ২৯২টি আসন পেয়েছে। যার মধ্যে ২৪০টি বিজেপির দখলে। অন্যদিকে ইন্ডিয়া জোট জিতেছে ২৩২টি আসনে। যার মধ্যে কংগ্রেস পেয়েছে ৯৯টি আসন। এবং অনান্যরা জিতেছেন ১৯টি আসন।