Maharashtra: ৪৩ ডিগ্রি ছাড়াবে তাপমাত্রা, তীব্র দাবদাহে পুড়ছে মহারাষ্ট্র

তীব্র দাবদাহে নাজেহাল মহারাষ্ট্র। একদিকে করোনার জেরে ক্রমশ পরিস্থিতি খারাপ হচ্ছে। অন্যদিকে, তাপমাত্রার পারদ ক্রমশ চরছে। তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি থেকে ৪৩ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। ১৩ মে, বুধবার এমনই আশঙ্কার কথা শোনাল মৌসম ভবন। আগামী দু’দিনের মধ্যেই প্রবল দাবদাহে পুড়তে চলেছে মহারাষ্ট্র (Maharashtra)।

Heatwave | Representational Image | (Photo Credits: PTI)

নয়াদিল্লি, ১৩ মে: তীব্র দাবদাহে নাজেহাল মহারাষ্ট্র। একদিকে করোনার জেরে ক্রমশ পরিস্থিতি খারাপ হচ্ছে। অন্যদিকে, তাপমাত্রার পারদ ক্রমশ চরছে। তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি থেকে ৪৩ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। ১৩ মে, বুধবার এমনই আশঙ্কার কথা শোনাল মৌসম ভবন। আগামী দু’দিনের মধ্যেই প্রবল দাবদাহে পুড়তে চলেছে মহারাষ্ট্র (Maharashtra)।

মহারাষ্ট্র ছাড়াও তেলেঙ্গানা এবং কর্ণাটকের একাংশ তীব্র গরমে পুড়তে চলেছে। অন্যদিকে, উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে অল্প-বিস্তর বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। স্কাইমেটের তথ্য অনুযায়ী, মহারাষ্ট্রে মেলাগাঁও-তে তাপমাত্রা ৪৩.৬ ডিগ্রি ছাড়িয়ে যাবে। এছাড়া আরও বেশ কিছু জেলাতে তাপমাত্রা ৪৩ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা। আরও পড়ুন: Economic Package: দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে ২০ লক্ষ কোটির আর্থিক প্যাকেজ, কটা শূন্য যোগে ট্রিলিয়ন হয়, জানতে সোশ্যাল মিডিয়ায় অঙ্কের ঝড় 

মঙ্গলবার রাজস্থানের কোটায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মহারাষ্ট্রের মেলাগাঁও. জালগাঁও, পারভানি এবং আহমেদনগরে তাপমাত্রার পারদ ক্রমশ চরছে। যদিও আন্দামান-নিকোবরে ১৬ মে, নির্ধারিত সময়ের বেশ কিছুদিন আগেই বর্ষা আসছে।