Loksabha Election 2024: 'গোমাংস ভক্ষণ করেন না, গর্বিত হিন্দু', কংগ্রেসের দাবি ভিত্তিহীন জানালেন কঙ্গনা
সম্প্রতি মহারাষ্ট্রের কংগ্রেস নেতা বিজয় ওয়াডেত্তিয়ার দাবি করেন, কঙ্গনা একবার জানান তিনি গোমাংস পছন্দ করেন। যিনি গোমাংস পছন্দ করেন বলে জানান, তাঁকে কীভাবে বিজেপি লোকসভা নির্বাচনের টিকিট দিল বলে প্রশ্ন তোলেন কংগ্রেসের এই নেতা।
দিল্লি, ৮ এপ্রিল: গোমাংস ভক্ষণ করেন না তিনি। গামাংসের (Beef) পাশাপাশি অন্য কোনও ধরনের উচ্চ প্রোটিনযুক্ত মাংসও তিনি খান না। এমনই জানালেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। তাই তিনি একবার গোমাংস ভক্ষণ করেন বলে কংগ্রেস যে দাবি করছে, তা একেবারে ভিত্তিহীন। তাঁর ইমেজ ধূলিস্যাত করেই কংগ্রেস এই ধরনের দাবি করছে বলে অভিযোগ কঙ্গনার। শুধু তাই নয়, যোগ ব্যায়াম এবং আয়ুর্বেদের উপর নির্ভর করে কীভাবে জীবনধারণ করা যায়, সেই পন্থার প্রচারে বহু বছর ধরে সময় কাটিয়েছেন তিনি। শুধু তাই নয়, তিনি একজন গর্বিত হিন্দু, একথা তাঁর পরিচিতরা প্রত্যেকে জানেন। ফলে গোমাংস ভক্ষণের নাম করে তাঁর ইমেজকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন কঙ্গনা।
দেখুন কী লিখলেন কঙ্গনা...
সম্প্রতি মহারাষ্ট্রের কংগ্রেস নেতা বিজয় ওয়াডেত্তিয়ার দাবি করেন, কঙ্গনা একবার জানান তিনি গোমাংস পছন্দ করেন। যিনি গোমাংস পছন্দ করেন বলে জানান, তাঁকে কীভাবে বিজেপি লোকসভা নির্বাচনের টিকিট দিল বলে প্রশ্ন তোলেন কংগ্রেসের এই নেতা।
ওই ঘটনার পর পালটা ট্যুইট করেন বিজেপির অভিনেত্রী প্রার্থী। পাশাপাশি তিনি কোনও ধরনের গোমাংস ভক্ষণ করেন না বলে পালটা দাবি করেন।