Loksabha Election 2024: এবারে কতগুলি লোকসভা আসনে ভোট? জেনে নিন দেশের কোথায় কত আসন
আর কয়েকদিন পর থেকে শুরু লোকসভা নির্বাচন। গণতন্ত্রের উৎসব শুরুর আগে গোটা দেশ জুড়ে জোর তৎপরতা শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলির। এবারের লোকসভা নির্বাচনে কোথায় কত আসন রয়েছে, তা দেখে নিতে হবে এক ঝলকে।
সামনেই লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনে গোটা দেশে কত আসন রয়ছে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এবার ৫৪৩ না ৫৪৫টি আসনে ভোট, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের লোকসভা ভোটে ৫৪৩টি আসনে ভোট হবে।
দেখে নিন গোটা দেশে কোথায় কতগুলি আসন রয়েছে..
আন্দামান নিকোবরে ১টি আসন।
অন্ধ্রপ্রদেশে ৪২টি আসন।
অরুণাচল প্রদেশে ২টি আসন।
অসমে ১৪টি আসন।
বিহারে ৪০টি আসন।
চন্ডিগড়ে ১টি আসন।
ছত্তিশগড়ে ১১টি আসন।
দাদার এবং নগর হাভেলিতে ১টি আসন।
দমন এবং দিউ-তে ১টি আসন।
দিল্লিতে ৭টি আসন।
গোয়ায় ২টি আসন।
গুজরাটে ২৬টি আসন।
হরিয়ানায় ১০টি আসন।
হিমাচল প্রদেশে ৪টি আসন।
জম্মু কাশ্মীরে ৪টি আসন।
ঝাড়খণ্ডে ১৪টি আসন।
কর্ণাটকে ১৪টি আসন।
কেরলে ২০টি আসন।
লাক্ষাদ্বীপে ১টি আসন।
মধ্যপ্রদেশে ২৯টি আসন।
মহারাষ্ট্রে ৪৮টি আসন।
মণিপুরে ২টি আসন।
মেঘালয়ে ২টি আসন।
মিজোরামে ১টি আসন।
নাগাল্যান্ডে ১টি আসন।
ওড়িশায় ২১টি আসন।
পুদুচেরিতে ১টি আসন।
পাঞ্জাবে ১৩টি আসন।
রাজস্থানে ২৫টি আসন।
সিকিমে ১টি আসন।
তামিলনাড়ুতে ৩৯টি আসন।
ত্রিপুরায় ২টি আসন।
উত্তরপ্রদেশে ৮০টি আসন।
উত্তরাঞ্চলে ৫টি আসন।
পশ্চিমবঙ্গে ৪২টি আসন।