Loksabha Election 2024: মোদীকে কটাক্ষ ফারুক আবদুল্লার, বললেন, 'মুসলিমরা কখনও কেড়ে...'
বুধবার জম্মু কাশ্মীরের রাজৌরি জেলার থানামান্ডিতে ভোটের প্রচারে বেরোন ফারুক আবদুল্লা। থানামান্ডিতে ভোটের প্রচারে বেরিয়েই ফের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে কটাক্ষ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
দিল্লি, ১ মে: ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এবার এমনই অভিযোগ করলেন ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা (Farooq Abdullah )। শুধু তাই নয়, যাঁরা বিজেপিকে ভোট দেবেন, মৃত্যুর পর তাঁরা নরকে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন বলেও কটাক্ষ করেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
সাংবাদিকদের সামনে ফারুক আবদুল্লা অভিযোগ করেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে চলা বিজেপি সরকার দেশের অস্তিত্বের সামনে প্রশ্ন চিহ্ন। তাই ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করা বন্ধ করুন। ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করলে, ঝড় উঠবে। সেই ঝড় থামানো মুশকিল। ফলে ধর্মের ভিত্তিতে বিভক্ত না করে, দেশের মানুষকে কীভাবে জুড়ে রাখা যায়, সেই চেষ্টা করুন বলেও মন্তব্য করেন ফারুক আবদুল্লা।
বুধবার জম্মু কাশ্মীরের রাজৌরি জেলার থানামান্ডিতে ভোটের প্রচারে বেরোন ফারুক আবদুল্লা। থানামান্ডিতে ভোটের প্রচারে বেরিয়েই ফের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে কটাক্ষ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
সম্প্রতি নির্বাচনী জনসভায় গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কটাক্ষ করেন কংগ্রেসকে। ওই জনসভায় মোদী বলেন, কংগ্রেস যদি ক্ষমতায় আসে,তাহলে মুসলিমদের মধ্যে দেশের মানুষের সম্পত্তি সব ভাগ করে দেবে। যার প্রেক্ষিতে তোপ দেগে ফারুক আবদুল্লা বলেন, মুসলিমরা সমস্ত ধর্মের মানুষকে সম্মান করেন। উপরওয়ালার নির্দেশেই তাঁরা সব ধর্মের মানুষকে শ্রদ্ধা এবং সম্মান করেন। মুসলিমরা কখনও কারও সম্পত্তি কেড়ে নেন না বলেও মোদীকে পালটা আক্রমণ করেন ফারুক আবদুল্লা।