Loksabha Election 2024: বোরখা পরা মুসলিম মহিলাদের 'নিশানা' করা হচ্ছে, বিজেপির বিরুদ্ধে তোপ ওবেইসির

তেলাঙ্গানায় যেদিন লোকসভা নির্বাচনের ভোট হয়,বিজেপির এক প্রার্থী প্রকাশ্যে মুসলিম মহিলাদের অপমান ও হয়রানি করেছিলেন বলে অভিযোগ করেন ওবেইসি। প্রত্যেকটি নির্বাচনে, বিজেপি মুসলিম মহিলাদের হয়রানি করে। মুসলিম মহিলাদের নিশানা করার জন্য বিজেপি কোনও না কোনও অজুহাত খুঁজে বের করে বলে তোপ দাগেন মিম প্রধান।

Asaduddin Owaisi (Photo Credit: Instagram)

দিল্লি, ২৪ মে: যাঁরা বোরখা পরে থাকবেন, সঠিক পরিচয় জানতে, তাঁদের 'যাচাই' করা প্রয়োজন। বিজেপির  (BJP) দিল্লি শাখার তরফে বোরখা পরা মহিলা ভোটারদের সঠিক যাচাই করার আহ্বান জানানো হয়। যা প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে তোপ দাগেন আসাদউদ্দিন ওবেইসি (Asaduddin Owaisi )। মিম প্রধান বলেন, বোরখা পরা মহিলাদের সঠিক যাচাই কারর কথা বলে, মুসলিম মহিলাদের নিশানা করা হচ্ছে।

দেখুন কী লিখলেন ওবেইসি...

 

প্রসঙ্গত তেলাঙ্গানায় যেদিন লোকসভা নির্বাচনের ভোট হয়,বিজেপির এক প্রার্থী প্রকাশ্যে মুসলিম মহিলাদের অপমান ও হয়রানি করেছিলেন বলে অভিযোগ করেন ওবেইসি। প্রত্যেকটি নির্বাচনে, বিজেপি মুসলিম মহিলাদের হয়রানি করে। মুসলিম মহিলাদের নিশানা করার জন্য বিজেপি কোনও না কোনও অজুহাত খুঁজে বের করে। ষষ্ঠ দফা নির্বাচনের আগে নিজের সোশ্যাল হ্যান্ডেলে এভাবেই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ওবেইসি। মুসলিম মহিলাদের নিশানা করে, ভোটগ্রহণ পর্বে বাধা দিতেই বিজেপি এই ধরনের দাবি করছে বলেও অভিযোগ করেন ওবেইসি।