Lok Sabha Election Results 2024 Live Streaming On R Bangla: মোদীর গেরুয়া ঝড় নাকি ইন্ডিয়া জোটের কড়া ব্যাটিং, গণনা কেন্দ্র থেকে দেখুন লাইভ আপডেট
এক্সিট পোল বলছে বঙ্গে আসছে গেরুয়া ঝড়, কিন্তু ঝড়ের ইঙ্গিতকে নস্যাৎ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ফের দেশজুড়ে গেরুয়া ঝড়ের ইঙ্গিত। নিজের রেকর্ড ভাঙবে বিজেপি? মোদীর পক্ষে ৩-৩.৫ শতাংশ ভোট সুইং? বাংলাতেও বিজেপির জয়ের আভাস। ২২-এর বেশি আসন পেতে পারে বিজেপি। তৃণমূলকে তাড়াতে মোদীকে ভোট? মোদীকে ভোট দিচ্ছেন বাংলার মানুষ? আর ঘণ্টাখানেক পড়েই শুরু হবে লোকসভা ভোটের গণনা। সারা দেশের সঙ্গে গণনা হবে বাংলার ৪২ আসনেও। এ রাজ্যে ৫৫টি গণনা কেন্দ্র থাকছে। ত্রিস্তরীয় বলয়ে মুড়ে ফেলা হচ্ছে গণনাকেন্দ্রগুলি। ৪১৮টি কাউন্টিং হল। ৪ হাজার ৯৪৪টি কাউন্টিং টেবিল থাকবে। তিন লক্ষেরও বেশি পোস্টাল ব্যালট। গড়ে ১৭ রাউন্ড গোনা হবে। সর্বোচ্চ ২৩ রাউন্ড। সর্বনিম্ন ৯ রাউন্ড গণনা হবে।
অষ্টাদশ লোক সভা নির্বাচনের ফলাফল ও গণনা দেখুন রিপাবলিক বাংলা চ্যানেলে ক্লিকে-
https://bangla.republicworld.com/livetv.html