Lok Sabha Election 2024: ৩টেতেও পেরোলনা ৫০ শতাংশের গন্ডি, পঞ্চম দফার ভোট চলছে ধীরগতিতেই
দেশে দুপুর ৩টে পর্যন্ত ৪৭.৫৩ শতাংশ ভোট পড়েছে বলে কমিশন সূত্রে খবর। ভোটের হার সবচেয়ে বেশি বাংলাতেই।পঞ্চম দফায় এখনও অবধি বাংলায় ভোট পড়েছে ৬২.৭২ শতাংশ।
২০২৪ লোকসভা নির্বাচনের পঞ্চম দফার কেটে গিয়েছে ৮ঘণ্টা। আর বাকি মাত্র ২ ঘণ্টার ভোট। দেশের ৬ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৪৯টি আসনের ভোটারদের মধ্যে প্রায় ৪৮ শতাংশ ভোটারই ভোট দিয়ে গেছে বলে জানাল নির্বাচন কমিশন। দেশে দুপুর ৩টে পর্যন্ত ৪৭.৫৩ শতাংশ ভোট পড়েছে বলে কমিশন সূত্রে খবর। ভোটের হার সবচেয়ে বেশি বাংলাতেই।পঞ্চম দফায় এখনও অবধি বাংলায় ভোট পড়েছে ৬২.৭২ শতাংশ। তবে সকালের ট্রেন্ড বজায় রেখে দুপুর ৩টে পর্যন্ত সবচেয়ে কম ভোট পড়েছে মহারাষ্ট্রে। সেখানে ভোটের হার ৩৮.৭৭ শতাংশ।
এ ছাড়া, বিহারে ৪৫.৩৩ শতাংশ, জম্মু ও কাশ্মীরে ৪৪.৯০ শতাংশ, ঝাড়খণ্ডে ৫৩.৯০ শতাংশ, লাদাখে ৬১.২৬ শতাংশ এবং ওড়িশায় ৪৮.৯৫ শতাংশ ভোট পড়েছে।
Tags
2024 ভারত নির্বাচন
২০২৪ লোকসভা নির্বাচন
২০২৪ সালের লোকসভা নির্বাচন
5th Phase Loksabha Election
Fifth Phase Election
Lok Sabha Election 2024
LOK SABHA ELECTIONS 2024
Loksabha election 2024
Parliament Election
Parliament Election 2024
Parliamentary Election 2024
Phase 5 Polling
Voter Turnout
Voters Turnout
পঞ্চম দফার লোকসভা ভোট
ভারত নির্বাচন
লোকসভা কেন্দ্র
লোকসভা নির্বাচনের পঞ্চম দফা