Congress: লাদাখের নির্দল সাংসদের সমর্থন কংগ্রেসকে, ৯৯ থেকে ১০২-র পথে হাত শিবির
বিহারের পূর্ণিয়ার পাপ্পু যাদব, মহারাষ্ট্রের সাংলির বিশাল পাতিলের পর এবার লাদাখের হানিফা জান। আরও এক নির্দল সাংসদ কংগ্রেসের দিকে সমর্থনের হাত বাড়িয়ে দিলেন।
নতুন দিল্লি, ১১ জুন: বিহারের পূর্ণিয়ার পাপ্পু যাদব, মহারাষ্ট্রের সাংলির বিশাল পাতিলের পর এবার লাদাখের হানিফা জান। আরও এক নির্দল সাংসদ কংগ্রেসের দিকে সমর্থনের হাত বাড়িয়ে দিলেন। কংগ্রেস টিকিট দিতে রাজি না হওয়ায় লাদাখ লোকসভা কেন্দ্রে নির্দল হয়ে জিতেছিলেন মহম্মদ হানিফা জান। গত দুটি লোকসভায় লাদাখে অনায়াসে জয়ী বিজেপি-কে তিন নম্বরে ঠেলে এবার সেখানে সরাসরি লড়াই হয় নির্দল হানিফ জান ও কংগ্রেসের তেসরিং নামগায়ালের মধ্যে। কংগ্রেস প্রার্থীকে প্রায় ২৭ হাজার ভোটে জিতে প্রথমবার সাংসদ হন নির্দল হিসেবে দাঁড়ানো হানিফ জান।
ঠিক যেমন আরজেডি-কে আসন ছাড়ায় কংগ্রেসের বাহুবলী নেতা পাপ্পু যাদব নির্দল হয়ে জিতে দেখিয়েছিলেন। মারাঠা ভূমে কেন্দ্র সিংলায় উদ্ভব ঠাকরের শিবসেনাকে কংগ্রেস আসন ছাড়ায়, নির্দল হয়ে জিতে দেখান স্থানীয় কংগ্রেস নেতা বিশাল পাতিল। সব মিলিয়ে কংগ্রেসের দিকে সরাসরি ১০২ জন সাংসদ চলে এলেন। এনডিও ও ইন্ডিয়া-এই দুটি জোটের মাঝে আসনের ব্যবধানে তাতে আরও কিছুটা কমল।
দেখুন ছবিতে
সংখ্যাগরিষ্ঠতা থেকে ২০ জন বেশী সাংসদের সমর্থন আছে নরেন্দ্র মোদী সরকারের দিকে। সেখানে চন্দ্রবাবু নাইডুর টিডিপি-র ১৬ জন ও নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড-এর ১৪ জন সাংসদ আছেন। সেখানে বিরোধীদের জোট ইন্ডিয়া ম্যাজিক ফিগার থেকে ৩৭ জন সাংসদ দূরে আছে। তবে বিজেপি সমর্থকদের দাবি, অন্ধ্রপ্রদেশে ওয়াইএসআর কংগ্রেসের তিনজন সাংসদ তাদের দিকে পা বাড়িয়ে আছে। আবার ইন্ডিয়া সমর্থকদের দাবি, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গের মত রাজ্যে এনডিএ ছাড়ার সম্ভাবনা রয়েছে কিছু সাংসদদের। তবে সে সব শুধুই জল্পনা।