Ladakh: নির্বাচনের আগে বিজেপি সরকারের মাস্টারস্ট্রোক, পাঁচ নতুন জেলা পেল লাদাখ
এই পাঁচ জেলার (New Districts of Ladakh) মানুষকে শুভেচ্ছা বার্তাও দিয়েছেন শাহ। এর পাশাপাশি লাদাখের মানুষ যাতে হাতের সামনে সবরকম সরকারি সুযোগ সুবিধা পান তাও নিশ্চিত করবে কেন্দ্রীয় সরকার, টুইটের মাধ্যমে এমনই বার্তা দেন অমিত শাহ।
নয়াদিল্লিঃ আসন্ন জম্মু-কাশ্মীর নির্বাচনকে(Jammu Kashmir Election) কেন্দ্র করে চড়ছে পারদ। আর এরই মধ্যে লাদাখে(Ladakh) আরও পাঁচটি জেলা ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায়(Social Media) বার্তা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন তৃতীয় বিজেপি সরকার লাদাখের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। তাই কেন্দ্রীয় সরকারের নজরে রয়েছে লাদাখ।" এখানেই শেষ নয়, এরপরই লাদাখে অতিরিক্ত পাঁচ জেলার নাম প্রকাশ্যে আনেন তিনি। সেগুলি হল দ্রাস, শাম, জাংস্কার, চাংথাং এবং নুব্রা। এই পাঁচ জেলার (New Districts of Ladakh) মানুষকে শুভেচ্ছা বার্তাও দিয়েছেন শাহ। এর পাশাপাশি লাদাখের মানুষ যাতে হাতের সামনে সবরকম সরকারি সুযোগ সুবিধা পান তাও নিশ্চিত করবে কেন্দ্রীয় সরকার, টুইটের মাধ্যমে এমনই বার্তা দেন অমিত শাহ। সেই সঙ্গে নতুন পাঁচ জেলার রাস্তাঘাটএবং উন্নয়নে কোনও ত্রুটি রাখবে না মোদী সরকার এমনটাই আশ্বাস দেওয়া হয় কেন্দ্রীয় মন্ত্রীর তরফে। প্রসঙ্গত, ২০১৯ সালের ৫ অগস্ট জম্মু এবং কাশ্মীরকে দুই প্রদেশে বিভক্ত করে দেওয়া হয়। লাদাখকেও কেন্দ্রশাসিত প্রদেশ হিসেবে ঘোষণা করা হয়। তবে সীমান্ত ঘেঁষে থাকা লাদাখ সরাসরি প্রশাসনিক নিয়ন্ত্রণের অধীনে থাকে।
পাঁচ নতুন জেলা পেল লাদাখ