Kedarnath Ropeway : পায়ে হেটে নয়, এবার গৌরীকুন্ড থেকে রোপওয়েতে সরাসরি কেদারনাথ, প্রধানমন্ত্রীর হাতে ভিত্তিপ্রস্তর স্থাপন

উত্তরাখণ্ডে সীমান্ত সড়ক সংযোগ বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী মোদী প্রায় ১০০০ কোটি টাকার রাস্তা প্রশস্তকরণ প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন আগামী ২১ অক্টোবর

২১ অক্টোবর উত্তরাখন্ডে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।সেখান থেকেই তিনি যাবেন কেদারনাথ ও বদ্রীনাথে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) স্বপ্নের প্রকল্প সোনপ্রয়াগ থেকে কেদারনাথের (Kedarnath) মধ্যে রোপওয়ে (Ropeway) চালু করা। সেই প্রকল্পে ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছে ‘ন্যাশনাল ওয়াইল্ড লাইফ বোর্ড’।১২ কিমির রোপওয়ে নির্মাণের খরচ পড়বে ১ হাজার ২৬৮ কোটি টাকা। এছাড়া উত্তরাখন্ড সফরেই গৌরীকুন্ড থেকে কেদারনাথ এবং গোবিন্দঘাট থেকে হেমকুন্ড সাহেবকে সংযোগকারী দুটি নতুন রোপওয়ে প্রকল্প সহ ৩৪০০ কোটি টাকারও বেশি মূল্যের সংযোগ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

শুধু রোপওয়ে নয় , উত্তরাখণ্ডে সীমান্ত সড়ক সংযোগ বাড়ানোর জন্য  প্রধানমন্ত্রী মোদী প্রায় ১০০০ কোটি টাকার রাস্তা প্রশস্তকরণ প্রকল্পেরও  ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন আগামী ২১ অক্টোবর