KBC Lottery Fraud: 'কৌন বনেগা ক্রোড়পতি' প্রতিযোগিতায় ২৫ লাখ টাকার ভুয়ো পুরস্কার জেতার আশায় ৩ লাখ টাকা খোয়ালেন যুবতি
(Photo Credits: Twitter)

মুম্বই, ১৩ জানুয়ারি: 'কৌন বনেগা ক্রোড়পতি' (Kaun Banega Crorepati) প্রতিযোগিতায় ২৫ লাখ টাকা জেতার কথা বলে এক যুবতির কাছ থেকে প্রায় তিন লাখ টাকা প্রতারণা। মহারাষ্ট্রের ওয়াদালার (Wadala)ঘটনা। মুম্বই মিরর-র একটি প্রতিবেদনে বলা হয়েছে. ৩৩ বছরের ওই যুবতিকে সে কেবিসি (KBC)-র লোক বলে দাবি করে প্রতারক। এরপর ২৫ লাখ টাকা পুরস্কার জেতার কথা বলে। পুরস্কারের টাকা পেতে গেলে যুবতিকে প্রসেসিং ফি এবং অন্য চার্জ দিতে বলে সে। ফাঁদে পড়ে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব এবং গয়না বন্ধক রেখে প্রতারককে টাকা দেন যুবতি।

জানা যাচ্ছে, ওই যুবতি একটি হোয়াটসঅ্যাপ মেসেজ পান। তাতে বলা হয়েছিল যে মহিলাদের জন্য একটি লাকি ড্র প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছিল এবং তাতে তিনি ২৫ লাখ টাকা জিতেছেন। একটি ভুয়ো শংসাপত্র ও ২৫ লাখ টাকার চেকের একটি ফোটোও তাঁর কাছে পাঠানো হয়েছিল। আরও পড়ুন: Walmart Fires 56 India Executives: নতুন বছরেই মন্দার ফাঁড়া, ৫৬ জন একসিকিউটিভকে ছাঁটাই করে ভারত ছাড়ছে ওয়ালমার্ট

প্রাথমিকভাবে, প্রতারক তাঁকে প্রসেসিং ফি বাবদ সাড়ে ১২ হাজার টাকা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিতে বলেছিল। এর পরে, তাঁকে পুরস্কারের টাকা পাওয়ার জন্য ৩০ হাজার টাকা ট্যাক্স হিসাবে জমা দিতে বলা হয়েছিল। আরও বেশ কয়েকটি লেনদেনের পরে তিনি মোট ২ লাখ ৯০ হাজার টাকা জমা করেন। পরবর্তী সময়ে যুবতি লবুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। এরপর তিনি