Karnataka Assembly Election Results 2023 Live Updates: কনকপুরায় এগিয়ে শিবকুমার, শিকারিপুরায় পিছিয়ে ইয়েদুরাপ্পার ছেলে বিজেয়ন্দ্র

কর্ণাটক বিধানসভা নির্বাচনের শুরু থেকে কংগ্রেস এগিয়ে রয়েছে। গণনার প্রথম দু ঘণ্টার হিসেবে দেখা যাচ্ছে কংগ্রেস কর্ণাটকে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে।

B.S. Yediyurappa (Photo Credit: Wikipedia)

কর্ণাটক বিধানসভা নির্বাচনের শুরু থেকে কংগ্রেস এগিয়ে রয়েছে। গণনার প্রথম দু ঘণ্টার হিসেবে দেখা যাচ্ছে কংগ্রেস কর্ণাটকে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। সময় যত যাচ্ছে তত গণনার প্রবণতা বলছে, কর্ণাটক বিজেপি-র হাতছাড়া হচ্ছে। কনকপুরায় কংগ্রেসের মুখ্যমন্ত্রীর লড়াইয়ে থাকা প্রার্থী শিবকুমার অনেকটা এগিয়ে রয়েছেন।

অন্যদিকে, শিকারিপুরায় পিছিয়ে বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিরাপ্পার ছেলে বিজেয়েন্দ্র। হুবলিতে পিছিয়ে বিজেপিতে কংগ্রেসে আসা জগদীপ সেট্টার। চিত্তাপুরে এগিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জন খাড়গের ছেলে প্রিয়াঙ্ক খাড়গে। পিছিয়ে রয়েছেন বিজেপির তারকা প্রার্থী আর অশোক।

দেখুন টুইট

গত বুধবার কর্ণাটকে এক দফায় ২২৪টি বিধানসভা আসনে নির্বাচন হয়। রাজ্যের ইতিহাসে সবচেয়ে বেশী সংখ্যক ভোটার এবার কর্ণাটক বিধানসভা নির্বাচনে ভোট দেন। কর্ণাটকে ভোট পড়ে ৭৩ শতাংশেরও বেশী। কর্ণাটকই হল দক্ষিণে ভারতের একমাত্র বিজেপি শাসিত রাজ্য। এখানে ক্ষমতা ধরে রাখার জন্য সর্বশক্তি উজাড় করে দেয় বিজেপি। রেকর্ড সংখ্যক জনসভা ও রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।