BJP Candidate List: এবার বিজেপির মহিলা প্রার্থী মাত্র ৬৮ জন, অর্ধেকই পরিবারিক শক্তিতেই পেয়েছেন টিকিট!
এখনও পর্যন্ত দেশের ৪১৭টি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। দেশের ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে শাসক দল ভারতীয় জনতা পার্টি ৪৪৩টি-তে প্রার্থী দিতে পারে, বাকি ১০০টি ছাড়তে পারে এনডিএ-র বাকি শরিক দলগুলিকে।
পার্থ প্রতিম চন্দ্র: এখনও পর্যন্ত দেশের ৪১৭টি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। দেশের ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে শাসক দল ভারতীয় জনতা পার্টি ৪৪৩টি-তে প্রার্থী দিতে পারে, বাকি ১০০টি ছাড়তে পারে এনডিএ-র বাকি শরিক দলগুলিকে। বিজেপির এখনও পর্যন্ত ঘোষিত ৪১৭ জন প্রার্থীদের মধ্যে মহিলা মাত্র ৬৮ জন। মানে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৬ শতাংশ। এই ৬৮ জন মহিলা প্রার্থীদের মধ্যে আবার অর্ধেকেরও বেশীদের বাবা-মা, কাকা বা ঘনিষ্ঠ আত্মীয়রা প্রভাবশালী বিজেপি নেতা-মন্ত্রী। যেমন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত সুষমা স্বরাজের মেয়ে বাঁশুরি স্বরাজ নয়া দিল্লি লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন। ঝাড়খণ্ডের প্রাক্তন কংগ্রেসী মুখ্যমন্ত্রী মধু কোডার স্ত্রী গীতা কোডা এবার বিজেপির হয়ে প্রার্থী।
পঞ্জাবের প্রাক্তন কংগ্রেসী মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং-য়ের স্ত্রী প্রণিত কৌর পাতিয়ালা থেকে বিজেপি প্রার্থী হয়েছেন। মহারাষ্ট্রের অমরবাতি থেকে গতবার নির্দলের হয়ে জেতা অভিনেত্রী নবনিত রানা এবার সরাসরি বিজেপির প্রতীকে ভোটে লড়ছেন। তাঁর স্বামী তিনবারের বিধায়ক রবি রানা। পূর্ব ত্রিপুরায় বিজেপির প্রার্থী কৃতি সিং দেববর্মা হলেন তিপরা মোথা পার্টির প্রধান প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মা-র বোন। এ ছাড়াও পরিবার সূত্রে রাজনীতিতে এসে এবার বিজেপি-র হয়ে ভোটে লড়ার তালিকায় আছেন মালবিকা দেবী থেকে গায়েত্রী সিদ্ধেশ্বরা, জ্যোতি মৃদ্ধা সহ আরও বেশ কিছু নাম। এই তালিকায় উজ্জ্বল ব্যতিক্রম বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। সন্দেশখালি আন্দোলনে পরিশ্রম করা রেখা পাত্র-কে প্রার্থী করে নারী শক্তির ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। কিন্তু বিজেপির হাতগোনা মহিলা প্রার্থীদের অধিকাংশ পরিবারতন্ত্রের তকমা লাগায় অস্বস্তিতে পড়ছেন পদ্মশিবিরের নেতারা। আরও পড়ুন-NIA হামলার ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কমিশনের দরবারে রাজ্য বিজেপি
তবে ২০২৪ লোকসভায় আগের নির্বাচনের চেয়ে বিজেপি বেশী মহিলা প্রার্থী দিয়েছে। ২০১৯ লোকসভায় বিজেপির মহিলা প্রার্থী ছিল ৫৫, ও ২০১৪ লোকসভায় ৩৮ জন ছিল।
বাংলায় বিজেপির মহিলা প্রার্থীরা--
১) লকেট চট্টোপাধ্যায় (হুগলি), ২) দেবশ্রী চৌধুরী (দক্ষিণ কলকাতা), ৩) অমৃতা রায় (কৃষ্ণনগর), ৪) রেখা পাত্র (বসিরহাট), ৫) অগ্নিমাত্রা পাল (মেদিনীপুর), ৫) শ্রীরূপা মিত্র চৌধুরী (মালদা দক্ষিণ), ৭) প্রিয়া সাহা (বোলপুর)।
আত্মীয়রা প্রভাবশালী নেতা-মন্ত্রী
১) বাঁশুরি স্বরাজ (নয়া দিল্লি), ২) গীতা কোডা (সিংভূম), ৩) কৃতি সিং দেববর্মা (পূর্ব ত্রিপুরা), ৪) নবনিত রানা (অমরাবতি), ৫) প্রণিত কৌর (পাতিয়ালা)।
বিজেপির তারকা মহিলা প্রার্থীরা
১) হেমা মালিনী (মথুরা), ২) কঙ্গনা রানওয়াত (মান্ডি), ৩) স্মৃতি ইরানি (আমেথি)।
বিজেপির নজরকাড়া প্রার্থী
রেখা পাত্র (বসিরহাট)।