JNU Violence: খুনের চেষ্টার অভিযোগ দায়ের জেএনইউ-র ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষের

ক্যাম্পাসে হামলা ও অশান্তির ঘটনায় এবার পুলিশে অভিযোগ দায়ের করলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (Jawaharlal Nehru University) ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ (Aishe Ghosh )। অভিযোগে ঐশী বলেন, "আমাকে আক্রমণ, ভয় দেখানো ও হত্যার চেষ্টার ষড়যন্ত্র হয়েছে। তার জন্য আমি অভিযোগ দায়ের করছি এবং অভিযোগটি এফআইআর (FIR) নথিভুক্ত করার জন্য এবং অপরাধীদের গ্রেফতার করার জন্য অনুরোধ করছি।"

ঐশী ঘোষ (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ৮ জানুয়ারি: ক্যাম্পাসে হামলা ও অশান্তির ঘটনায় এবার পুলিশে অভিযোগ দায়ের করলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (Jawaharlal Nehru University) ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ (Aishe Ghosh )। অভিযোগে ঐশী বলেন, "আমাকে আক্রমণ, ভয় দেখানো ও হত্যার চেষ্টার ষড়যন্ত্র হয়েছে। তার জন্য আমি অভিযোগ দায়ের করছি এবং অভিযোগটি এফআইআর (FIR) নথিভুক্ত করার জন্য এবং অপরাধীদের গ্রেফতার করার জন্য অনুরোধ করছি।"

তিনি জানান, ৫ জানুয়ারি বিকেলে ক্যাম্পাসের শিক্ষার্থীদের কাছ থেকে তিনি খবর পেয়েছিলেন যে গঙ্গা বাস স্টপের কাছে রড, লাঠির মতো নিয়ে এবিভিপি-র সদস্য ও অন্য অজ্ঞাতপরিচয় লোকজন জড়ো হয়েছে। অভিযোগে ঐশী বলেছেন, "নিখিল ম্যাথিউজের সঙ্গে আমিও সেখানে উপস্থিত হয়েছিলাম। মুকোশ পরা একদল লোক ঘেরাও করেছিল আমাদের। ২০-৩০ জন লোকের ভিড় আমাকে একটি গাড়ির পিছনে টেনে নিয়ে যায় ও আমাকে ঘিরে ধরে রাখে। আর্জি জানানো সত্ত্বেও আমাকে ছাড়েনি। এরপর আমাকে মাটিতে ফেলে রড দিয়ে মারা হয়। আমার একজনকে মনে আছে যার মাঝারি উচ্চতা ছিল এবং বাদামী লাল রঙের সোয়ের্টার পরে ছিল। ও মুখোশ পরে ছিল না এবং আমি যদি তাকে আবার দেখি তবে চিনতে পারব।" আরও পড়ুন:  Dipika Padukone In JNU: জেএনইউ-র প্রতিবাদী পড়ুয়াদের সমর্থনে ক্যাম্পাসে বলিউড সুন্দরী দীপিকা পাডুকোন

রবিবারের ঘটনার বর্ণনা দিতে গিয়ে ঐশী বলেন, "ওরা সম্মিলিতভাবে আমার উপর আক্রমণ করেছিল এবং লোহার রড দিয়ে একাধিকবার মাথায় আঘাত করেছিলেন। আমি মাটিতে পড়ে গেলাম এবং আমার মাথাতে রক্তক্ষরণ হতে লাগল, ওদের মধ্যে কয়েকজন আমাকে লাথি মারে। আমার হাতে রড দিয়ে আঘাত করে। আমার মাথা, বুক এবং পিঠসহ শরীরের অন্য জায়গাতেও মারে।" ঐশী জানান, নিখিল ম্যাথিউজ তাঁকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। তবে তাঁর মাথা ও হাতে লোহার হাতুড়ি এবং অন্য অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল। তাঁর দাবি, অবশ্যই ওরা আমাকে ও আমার সঙ্গে থাকা অন্য ব্যক্তিদের হত্যার