Jammu and Kashmir Assembly Elections 2024 Date: জম্মু কাশ্মীরে তিন দফায় ভোট শুরু ১৮ সেপ্টেম্বর, হরিয়ানায় এক দফায় পয়লা অক্টোবর, গণনা ৪ অক্টোবর

ভূ স্বর্গে তিন দফায় মোট ৯০টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে। জম্মু-কাশ্মীরে তিন দফার ভোট- ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর ও পয়লা অক্টোবর। হরিয়ানায় পয়লা অক্টোবর এক দফায় ভোটগ্রহণ হবে।

নতুন দিল্লি, ১৬ অগাস্ট: Jammu and Kashmir, Haryana Assembly Elections 2024 Schedule: দীর্ঘ ১০ বছর বছর পর অবশেষে জম্মু ও কাশ্মীরে হতে চলেছে বিধানসভা নির্বাচন। ভূ স্বর্গে তিন দফায় মোট ৯০টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে। জম্মু-কাশ্মীরে তিন দফার ভোট- ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর ও পয়লা অক্টোবর। হরিয়ানায় পয়লা অক্টোবর এক দফায় ভোটগ্রহণ হবে। আগামী ১৮ সেপ্টেম্বরে জম্মু-কাশ্মীরে প্রথম দফার ভোটগ্রহণ হবে রাজ্যের ৪০টি আসনে। তারপর দ্বিতীয় দফায় ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ হবে ২৬টি আসনে। আর পয়লা অক্টোবর বাকি ২৪টি আসনে তৃতীয় তথা শেষ দফায় ভোটগ্রহণ। ৯০ সদস্যের হরিয়ানা বিধানসভায় নির্বাচন হবে এক দফাতেই। আগামী পয়লা অক্টোবর নীরজ চোপড়া, মানু ভাকের-দের রাজ্য হরিয়ানায় নির্বাচন। ভোট গণনা ৪ অক্টোবর।

হরিয়ানায় ২ কোটি ১০ লক্ষ ভোটার। সব বুথে থাকছে সিসিটিভি নজরদারি। বিজেপির দখলে থাকা হরিয়ানায় এবার পালা বদলের হাওয়া রয়েছে। ক মাস আগে লোকসভা ভোটে হরিয়ানায় জোর ধাক্কা খায় বিজেপি। ভোটের আগে দীর্ঘদিনের অভিজ্ঞ মনোহর লাল খট্টার-কে সরিয়ে নবাব সিং সাইনিকে মুখ্যমন্ত্রীর পদে বসায় বিজেপির দিল্লি নেতৃত্ব। তবে তাতে লাভ বিশেষ হয়নি। গত দুটি বিধানসভা নির্বাচনে হরিয়ানায় জেতে বিজেপি। তবে ২০১৯ বিধানসভা ভোটে বিজেপি ক্ষমতায় ফেরে দুষন্ত সিং চৌতালের সমর্থনে। আরও পড়ুন-

আইনি লড়াই হেরে প্রথম প্রতিক্রিয়া ভিনেশের, প্রশংসা করে পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী মোদী

২০১৯ সালে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পর জম্মু-কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল। লাদাখকে পৃথক কেন্দ্রীয় শাসিত অঞ্চল ঘোষণা করা হয়। এরপর থেকে জম্মু-কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন চলছে। দীর্ঘ পাঁচ বছর পর ভূ স্বর্গে বিধানসভা নির্বাচন হতে চলেছে। তার আগে জম্মু-কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নিশ্চিত হয় কমিশন। ক মাস আগে লোকসভা নির্বাচনে রেকর্ড ভোট পড়েছিল কাশ্মীরে। ভোট পর্বে মোটের ওপর শান্তিতেই হয়েছিল। এবার সেখানে বিধানসভা ভোটের পালা।

শেষবার  ২০১৪ সালে হওয়া জম্মু-কাশ্মীরে হওয়া বিধানসভা নির্বাচনে পিডিপি ২৮, বিজেপি ২৫, এনসিপি ১৫, ও কংগ্রেস ১২টি আসনে জিতেছিল। তবে ক মাস আগে লোকসভা নির্বাচনে মোট প্রাপ্ত ভোট সংখ্যার বিচারে এগিয়ে কংগ্রেস।

জম্মু-কাশ্মীরে ভোটগ্রহণ

প্রথম দফা- ১৮ সেপ্টেম্বর (৪০টি আসনে)

দ্বিতীয় দফা- ২৫ সেপ্টেম্বর (২৬টি আসনে)

তৃতীয় দফা- পয়লা অক্টোবর (২৪টি আসনে)

ভোট গণনা-৪ অক্টোবর

হরিয়ানায় ভোটগ্রহণ

এক দফায়- পয়লা অক্টোবর

ভোট গণনা-৪ অক্টোবর



@endif