ISC Class 12th Result: আইএসসি দ্বাদশে পাশের হার ৯৯.৩৮%, ১৮জন একসঙ্গে প্রথম স্থানে

আইএসসি দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশিত হল। এবার পাশের হার ৯৯.৩৮%। সাফল্যের হারে মেয়েরা ছেলেদের টেক্কা দিয়েছে।

Results | Representational Image | (Photo Credits: Pixabay)

নতুন দিল্লি, ২৪ জুন: আইএসসি দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশিত হল। এবার পাশের হার ৯৯.৩৮%। সাফল্যের হারে মেয়েরা ছেলেদের টেক্কা দিয়েছে। ছেলে পরীক্ষার্থীদের পাশের হার ৯৯.২৬ শতাংশ, সেখানে মেয়ের পাশ করেছে ৯৯.৫২%। ১৮জন পরীক্ষার্থী প্রথম হয়েছেন। তাঁরা সবাই ৯৯.৭৫ শতাংশ নম্বর পেয়েছেন। ফল দেখা যাচ্ছে results.cisce.org-র মাধ্যমে।

এবার আইএসসি দ্বাদশে মোট ৯৬ হাজার ৯৪০ জন পরীক্ষা দিয়েছিলেন। তাদের মধ্যে মোট ৫০ হাজার ৭৬১ জন ছেলে পরীক্ষার্থীদের পাশ করেছে, সেখানে ৪৫ হাজার ৫৭৯ জন। গত সপ্তাহে প্রকাশিত হয়েছিল আইএসসি দশম শ্রেণীর ফল। আরও পড়ুন-

কেরলে আক্রান্ত ৩ জন, মাঙ্কিপক্স কি গোষ্ঠী সংক্রমণের পথে? সতর্ক চিকিৎসকরা

দেখুন টুইট

গতকাল, শনিবার সকালে সিবিএসই দ্বাদশ শ্রেণীর (CBSE Class 12) ফলাফল প্রকাশিত হয়েছিল। এবার সিবিএসই দ্বাদশে পাশের হার ছিল ৯২.৭১ শতাংশ। এরপর প্রকাশিত হয়েছিল সিবিএসই দশম শ্রেণীর ফল। এবার সিবিএসই দশমে পাশের হার ছিল ৯৪.৪০ শতাংশ।



@endif