March Festivals Calendar 2024: মহাশিবরাত্রি ও হোলির সঙ্গে মার্চ মাসে রয়েছে চন্দ্রগ্রহণও! জেনে নিন পুরো মাসের উৎসবের তালিকা...

ধর্মীয় দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় মার্চ মাসকে। ফাল্গুন ও চৈত্র মাস মিলে হয় মার্চ মাস। এই মাসে অনেক ভারতীয় উৎসব, যেমন- মহাশিবরাত্রি, হোলি, চৈত্র নবরাত্রি, গুড ফ্রাইডে, গুড়ি পাড়োয়া এবং আমলকী একাদশী। পাশাপাশি এই মাসেই শুরু হয় পবিত্র রমজান মাস। পাশাপাশি এই মাসে পড়ে অনেক মহান ব্যক্তিত্বের জন্মবার্ষিকীও। এবার জেনে নেওয়া যাক ২০২৪ সালের মার্চ মাসের কী কী উৎসব রয়েছে।