Govt Allows One-Time Switch From UPS To NPS: নতুন চালু হওয়া ইউনিফাইড পেনশন স্কিম থেকে ন্যাশনাল পেনশন সিস্টেমে এককালীন ও একমুখী সুইচ সুবিধা চালু করল কেন্দ্র

প্রতীকী ছবি

কেন্দ্রীয় অর্থ মন্ত্রক নতুন চালু হওয়া ইউনিফায়েড পেনশন স্কিম (Unified Pension Scheme) থেকে ন্যাশনাল পেনশন সিস্টেম (National Pension System) এ যাওয়ার জন্য কেবলমাত্র একবার একদিকেযাওয়ার সুইচ ফেসিলিটি চালু করেছে। সরকারি বিজ্ঞপ্তি অনুসারে ইউনিফায়েড পেনশন স্কিম এর গ্রাহকদের জন্যএই সুবিধা তাদের অবসর গ্রহণের একবছর আগে অথবা স্বেচ্ছা অবসরের তিন মাস আগে পাওয়া যাবে ‌। যে সমস্ত কর্মচারী কাজ থেকে বরখাস্ত  হয়েছেন বা শৃঙ্খলা ভঙ্গেরকারণে  ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে এইসুবিধা প্রযোজ্য হবে না। একবার ইউপিএস থেকে বেরিয়ে এলে গ্রাহক আর্থিক নিশ্চয়তাপ্রদান সহ উইপিএসের অন্যান্য সুযোগ সুবিধার থেকে বঞ্চিত হবেন। বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যক্তির এনপিএস তহবিলে সরকারের থেকে চার শতাংশ তারতম্যগত প্রদেয় অর্থজমা পড়বে। উল্লেখ্য চলতি বছরের  পয়লা এপ্রিল থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সরকার জাতীয় পেনশন ব্যবস্থার আওতায় ইউনিফাড পেনশন স্কিম নামে একটি নতুন প্রকল্প চালু করেছে। জুলাই মাসের কুড়ি তারিখ পর্যন্ত ৩১ হাজার ৫৫৫জন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ইউপিএসকে বেছে নিয়েছেন।৩০ সেপ্টেম্বর পর্যন্ত এইপ্রকল্পে যোগ দেওয়া যাবে।এনপিএস প্রকল্পে থাকা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরজন্য একটি বিকল্প হিসেবে ইউপিএস ব্যবস্থা চালু করা হয়েছে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement