EPFO: ১৫ জানুয়ারির মধ্যেই সক্রিয় করুণ UAN, নাহলে বিপদ, জেনে নিন ঘরে বসেই কীভাবে তা করবেন

হাতে মাত্র আর ২টো দিন। এরই মধ্যে EPFO সদস্যদের UAN নম্বর সক্রিয় করতে হবে। ১৫ জানুয়ারির মধ্যে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর অ্যাক্টিভ এবং ব্যাঙ্কের সঙ্গে আধার লিঙ্ক না করতে পারলেই বিপদ।

How to Active UAN (Photo Credits: X)

কেন্দ্র সরকারের নয়া প্রকল্প এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেনটিভ স্কিমের (ELI) সুবিধা পেতে কর্মচারী অর্থাৎ EPFO সদস্যদের তাঁদের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) সক্রিয় করতে হবে। সেই সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক (Aadhaar Card) করাও খুব গুরুত্বপূর্ণ। সময় কিন্তু খুব অল্প। হাতে মাত্র আর ২টো দিন। এরই মধ্যে EPFO সদস্যদের UAN নম্বর সক্রিয় করতে হবে। ১৫ জানুয়ারির মধ্যে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর অ্যাক্টিভ এবং ব্যাঙ্কের সঙ্গে আধার লিঙ্ক না করতে পারলেই বিপদ।

Universal Account Number সক্রিয় করার শেষ তারিখ ছিল গত বছরের ৩০ নভেম্বর। যদিও পড়ে সেই সময়সীমা বাড়িয়ে করা হয় ১৫ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত। সেই অন্তিম তারিখ এবার পিছিয়ে করা হয়েছে ১৫ জানুয়ারি, ২০২৫। EPFO-র তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, 'ELI স্কিমের সুবিধা পেতে আপনার আধার নম্বর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত করা বাধ্যতামূলক। শেষ মুহূর্তের ঝামেলা এড়াতে সময়মতো এটি করে নিন'। সেই সঙ্গে এও জানানো হয়েছে, 'সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে EPF তহবিল সরাসরি স্থানান্তরের সুবিধার্থে আধারের সঙ্গে মোবাইল নম্বরের লিঙ্ক করা আবশ্যক।

ELI স্কিম কী -

ELI প্রকল্পটি ২০২৩-২৪ সালের কেন্দ্রীয় বাজেটে চালু করা হয়েছ। এর উদ্দেশ্য আনুষ্ঠানিক কর্মসংস্থানের প্রচার করা এবং নিয়োগকারীদের উপর আর্থিক চাপ কমানো।

এই প্রকল্পের তিনটি উপাদান রয়েছে:

স্কিম এঃ

নতুন যোগদানকারী কর্মীরা তিনটি কিস্তিতে সরাসরি একমাসের বেতন (১৫,০০০ টাকা পর্যন্ত) পাবেন। তবে এই স্কিমের সুবিধা শুধুমাত্র সেই সমস্ত কর্মচারীরা পাবে, যাদের বেতন প্রতি মাসে ১ লাখ টাকা বা তার কম।

স্কিম বিঃ

তিন বছরের EPFO ​​অবদানের ইতিহাস সহ নিয়োগকর্তাদের উৎপাদন বাড়াতে কমপক্ষে ৫০ জন নতুন কর্মী নিয়োগ করতে হবে। চার বছর ধরে কর্মীদের বেতনের সঙ্গে ইনসেন্টিভ দিতে হবে। প্রথম দুই বছরে ২৪ শতাংশ, তৃতীয় বছরে ১৬ শতাংশ এবং চতুর্থ বছরে ৮ শতাংশ। কর্মীদের প্রতি মাসে ১ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে হবে।

স্কিম সিঃ

এটি প্রত্যেক নতুন কর্মচারীর জন্য প্রযোজ্য যাদের বেতন প্রতি মাসে ১ লাখ টাকা পর্যন্ত। এই প্রকল্পের অধীনে, সরকার নিয়োগকর্তাদের দুই বছরের জন্য মাসে ৩,০০০ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেবে।

কীভাবে সক্রিয় করবেন ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN)?

  • ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর সক্রিয় করতে প্রথমেই EPFO ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েব সাইট epfindia.gov.in যেতে হবে।
  • এরপর একেবারে বাম দিকে সার্ভিস বা পরিষেবা বিভাগের অন্তর্গত For Employees-এ ক্লিক করতে হবে।
  • এখানেও মিলবে একটি সার্ভিস বা পরিষেবা বিভাগ। তার দ্বিতীয় কলামে UAN/Online Service (OCS/OTCP)-তে ক্লিক করুণ।
  • এরপর Active UAN-এ ক্লিক করুণ।
  • এবার নতুন একটি পেজ খুলবে। সেখানে ১২ সংখ্যার UAN, আধার নম্বর, নাম, জন্ম তারিখ, আধার লিঙ্কযুক্ত মোবাইল নম্বর সহ যাবতীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে।
  • নীচে দেওয়া চেক বক্সে ক্লিক করতে হবে। এরপর Get Authorization Pin বাটনে ক্লিক করতে হবে।
  • আপনার মোবাইলে আসা OTP-টি পূরণ করতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
  • এইভাবে খুব সহজেই আপনি বাড়িতে বসেই নিজের UAN অ্যাকটিভ করতে পারবেন।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now