Exit Poll Results 2024 For Haryana, J&K: হরিয়ানা, জম্মু-কাশ্মীরে কে আসছে ক্ষমতায়, একটু পরেই এক্সিট পোলে থাকছে পূর্বাভাস, জানুন কীভাবে দেখবেন

আজ, শনিবার সন্ধ্যায় হরিয়ানায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হচ্ছে। গত পয়লা অক্টোবর জম্মু-কাশ্মীরে তিন দফার ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছিল।

Long queue of Jammu Voters Photo Credit: Twitter@ANI

আজ, শনিবার সন্ধ্যায় হরিয়ানায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হচ্ছে। গত পয়লা অক্টোবর জম্মু-কাশ্মীরে তিন দফার ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছিল।  এবার একই সঙ্গে দেশের দুই রাজ্যের বিধানসভা ভোটের ফলপ্রকাশ হতে চলেছে আগামী ৮ অক্টোবর, মঙ্গলবার। কিন্তু তার আগে এই দুই রাজ্যের এক্সিট পোল আজ, শনিবার সন্ধ্যায় বিভিন্ন সংবাদমাধ্যমের ওয়েবসাইট ও টিভি চ্যানেলে প্রকাশিত বা সম্প্রচারিত হবে।

৯০টি আসনের জম্মু-কাশ্মীর বিধানসভায় ভোটগ্রহণ হয়েছিল ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর ও পয়লা অক্টোবর। ভূ-স্বর্গে ভোটদানের হার ছিল প্রায় ৬৪ শতাংশ। ১০ বছর পর জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন হল। ৯০ আসনের হরিয়ানা বিধানসভার ভোট হওয়ার কথা ছিল পয়লা অক্টোবর। কিন্তু স্থানীয় কিছু উতসব ও ছুটির কারণে আজ, ৫ অক্টোবর ভোটগ্রহণ হচ্ছে।

জম্মু-কাশ্মীর ও হরিয়ানায় বিধানসভা নির্বাচনের এক্সিট পোল আজ, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে দেখা যাবে ইন্ডিয়া টুডে-আজতক, এনডিটিভি, ইন্ডিয়া টিভি, এবিপি নিউজ, টিভি ১৮-র মত খবরের চ্যানেলে দেখানো হবে। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা দেখানো হবে তাদের ইউ টিউব চ্য়ানেল।

লোকসভা নির্বাচনে প্রথম সারির নির্বাচনী সমীক্ষকদের এক্সিট পোল একেবারে মুথথুবড়ে পড়েছিল। এক্সিট পোলের বিশ্বাসযোগ্যতা নিয়ে তাই সাধারণ মানুষের মনে সংশয় রয়েছে। তবে এটাও ঠিক, লোকসভা ভরাডুবি হলেও অতীতে বেশ কয়েকটি ক্ষেত্রে ভারতীয় সমীক্ষকদের করা এক্সিট পোল হুবহু মিলে গিয়েছে। ২০২৩-এর মধ্যপ্রদেশ, রাজস্থান বিধানসভার ফল যার মধ্যে অন্যতম। এক্সিট পোলের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু এটাও ঠিক ফলের আগেই ফল জানার একটা ইচ্ছা মানুষের বরাবরের। তাই লোকসভা নির্বাচনের পর হওয়া প্রথম বড় এই ভোট বিজেপি, কংগ্রেসের কাছে অগ্নিপরীক্ষার।এই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের এক্সিট পোল নিয়ে দেশবাসীর আগ্রহ আছে। তবে আসল ফলপ্রকাশ মঙ্গলবার, ৮ অক্টোবর।