Haryana Election 2024: উনি যদি দেশের মেয়ের বদলে কংগ্রেসের মেয়ে হতে চান তাহলে সেটা তাঁর সিদ্ধান্ত, ববিতা প্রসঙ্গে মন্তব্য অনিল ভিজে

আগামী অক্টোবর মাসেই হরিয়ানায় বিধানসভা নির্বাচন। গত বুধবার ৯০টি আসনের মধ্যে ৬৭ আসনের তালিকা প্রকাশ করেছে বিজেপি।

আগামী অক্টোবর মাসেই হরিয়ানায় বিধানসভা নির্বাচন। গত বুধবার ৯০টি আসনের মধ্যে ৬৭ আসনের তালিকা প্রকাশ করেছে বিজেপি। যেখানে আগের মন্ত্রী, বিধায়কদের নাম কাটা গিয়েছে, সেই সঙ্গে তারকা প্রার্থীদেরও অনেকেরই নাম এবারের তালিকা থেকে বাদ গিয়েছে। যার মধ্যে অন্যতম নাম প্রাক্তন কুস্তিগীর ববিতা ফোগাত (Babita Phogat)। গত নির্বাচনে দাদরি থেকে দাঁড়ালেও বড় মার্জিনে তিনি পরাজিত হন। তবে এবারের নির্বাচনেও তাঁকে টিকিট দেওয়া হবে এই ভেবে প্রচার পর্যন্ত শুরু করে দিয়েছিলেন ববিতা। কিন্তু তালিকা প্রকাশের পর দেখা গেল তাঁর জায়গায় সুনীল সাঙ্গওয়ানকে প্রার্থী করেছে বিজেপি। আর তারপরেই ববিতার ঘনিষ্ঠমহল থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে সম্ভবত পদ্ম থেকে হাত শিবিরে ঢুকতে পারেন প্রাক্তন কুস্তিগীর।

এই জল্পনা নিয়ে এবার মন্তব্য করলেন খোদ বিজেপি প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ (Anil Vij)। তাঁর মতে, এবারের নির্বাচনে অনেকেই টিকিট পাননি। যাঁরা এর আগের নির্বাচনে জয় পেয়েছিল তাঁদের মধ্যে অনেককেই পরিবর্তন করা হয়েছে। শুধু জয় পরাজয় নয়, অনেকগুলি বিষয়কে বিশ্লেষন করেই দল এই সিদ্ধান্ত নিয়েছে। ফলে যাঁরা তালিকায় জায়গা পাননি, তাঁদের মধ্যে অনেকেই মনক্ষুন্ন হয়েছেন। তাঁদের সঙ্গে আমরা সময়মতো কথা বলে মানিয়ে নেব। বিরোধীরা অনেককেই উস্কাচ্ছে। কিন্তু এভাবে কারোর লাভ হবে না। যদি কেউ ভারতের মেয়ের বদলে কংগ্রেসের মেয়ে হতে চায়, সেটা তাঁর সিদ্ধান্ত, এখানে আমাদের কিছু করণীয় নেই।