J&K and Haryana Assembly Election Result 2024: রাত পোহালেই জম্মু কাশ্মীর, হরিয়ানায় ভোট গণনা, এক্সিট পোল মিললে বিপদ বিজেপির

লোকসভা নির্বাচনের পর দেশের প্রথম বড় ভোটের ফলপ্রকাশ কাল, মঙ্গলবার। রাত পোহালেই ফল প্রকাশ জম্মু-কাশ্মীর ও হরিয়ানা বিধানসভার ভোট গণনা।

Haryana Assembly Elections 2024. (Photo Credits: X)

শ্রীনগর, ৭ অক্টোবর: লোকসভা নির্বাচনের পর দেশের প্রথম বড় ভোটের ফলপ্রকাশ কাল, মঙ্গলবার। রাত পোহালেই ফল প্রকাশ জম্মু-কাশ্মীর ও হরিয়ানা বিধানসভার ভোট গণনা। হরিয়ানায় দশ বছর ধরে ক্ষমতায় বিজেপি, আর দশ বছর পর জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন হল। জম্মু-কাশ্মীরে তিন দফায় মোট ৬২ শতাংশ ভোট পড়েছে। অন্যদিকে, শনিবার হরিয়ানা বিধানসভায় ৬৩ শতাংশ ভোট পড়েছিল। দুটি রাজ্যেই ৯০টি করে বিধানসভা আসন আছে। দুটি রাজ্যেই সরকার গড়ার ম্যাজিক ফিগার ৪৬।

দেশের প্রায় সব বেসরকারী চ্যানেলের এক্সিট পোলে বলা হয়েছে, হরিয়ানায় বিপুল ভোটে জিতে দশ বছর ক্ষমতায় ফিরতে চলেছে কংগ্রেস। বেশীরভাগ সংস্থার এক্সিট পোল বলছে হরিয়ানায় কংগ্রেস ৫৫ থেকে ৬০টি, বিজেপি ২০ থেকে ২৫টি আসন জিততে পারে। অন্যদিকে, জম্মু-কাশ্মীরের এক্সিট পোলের আভাস বলছে, এনসি, কংগ্রেস জোট ৪৮-৫০টি আসনে জিতে ক্ষমতায় আসতে পারে। সেখানে বিজেপি পেতে পারে ২৭-৩৩টি আসন। এক্সিট পোলের পূর্বাভাস জম্মু-তে ভাল ফল করলেও কাশ্মীরে মাত্র ২% ভোট পেয়ে ভরাডবি হতে পারে পদ্মশিবিরের। তবে এসবই এক্সিট পোলের কথা। যেটা ক মাস আগে লোকসভায় মুখথুবড়ে পড়েছিল।

হরিয়ানা ও জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনে সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা। দুপুর ১টার মধ্যে রাজ্যের ফলাফল পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। গণনা কেন্দ্রে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।