Gujarat: পনীরের বদলে মাংসের স্যানডুইচ পেয়ে রেগে কাঁই মহিলা, ৫০ লক্ষের জরিমানার নির্দেশ

ওই মহিলা আহমেদাবাদ পুরনিগমের সহ স্বাস্থ্য আধিকারিককে বিষয়টি জানান এবং তাঁর কাছে দায়ের করেন অভিযোগ। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট রেস্তোরাঁকে ৫ হাজার টাকা জরিমানা করে পুরনিগম।

Sandwich, Representational Image (Pixabay)

আহমেদাবাদ, ৮ মে: পনীর (Paneer) স্যানডুইচ অর্ডার করেছিলেন। পনীর স্যানডুইচ অর্ডার করলেও ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে পছন্দের রেস্তোরাঁ মারফৎ তিনি হাতে পান মাংসের (Chicken) স্যানডুইচ (Sandwich)। জন্ম থেকে বড় হওয়া ইস্তক ওই মহিলা কখনও আমিষ খাবার খাননি। ফলে তাঁর কাছে পনীরের পরিবর্তে মাংসের স্যানডুইচ এসেছে দেখে কার্যত রেগে কাঁই হয়ে যান গুজরাটের (Gujarat) আহমেদাবাদের ওই মহিলা।

এরপর ওই মহিলা আহমেদাবাদ পুরনিগমের সহ স্বাস্থ্য আধিকারিককে বিষয়টি জানান এবং তাঁর কাছে দায়ের করেন অভিযোগ। ওই  মহিলার অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট রেস্তোরাঁকে ৫ হাজার টাকা জরিমানা করে পুরনিগম।

যদিও ৫ হাজারি জরিমানায় খুশি হননি ওই মহিলা। ফলে ক্রেতা সুরক্ষা দফতরের দ্বারস্থ হন তিনি। ক্রেতা সুরক্ষা দফতরের তরফে এরপর ওই মহিলার অভিযোগ শুনে, তাঁকে ৫০ লক্ষ ক্ষতিপূরণ দিতে হবে বলে জানানো হয়। যে রেস্তোরাঁ ওই মহিলাকে পনীরের পরিবর্তে মাংসের স্যানডুইচ দেয়, তাদের ৫০ লক্ষ ক্ষতিপূর্ণ ভরতে হবে বলে জানায় ক্রেতা সুরক্ষা দফতর।