গুজরাটঃ গুজরাটের(Gujarat) নাদীয়াদে(Nadiad) নাবালিকা কন্যার অশ্লীল ভিডিও প্রচারের প্রতিবাদ করায় বিএসএফ জাওয়ান মেলাজি ভাঘেলাকে(BSF Jawan Melaji Vaghela) হত্যা করে সাতজন দুস্কৃতি। জানা গেছে, বিএসএফ জাওয়ান মেলাজি ভাঘেলা(Melaji Vaghela) এবং তার স্ত্রী মঞ্জুলাবেন(Manjulaben), ছেলে নবদী্প (Navdeep),তাদের নাবালিকা কন্যার অশ্লীল ভিডিও প্রচারের প্রতিবাদে অভিযুক্ত শৈলেশ যাদবের(SHailesh Jadav) বাড়িতে হানা দেন। তারপরেই শনিবার রাতে শৈলেশ যাদব তার বন্ধুদের নিয়ে মেলাজি ভাঘেলা বাড়িতে আক্রমণ করে এবং মেলাজি ভাঘেলাকে হত্যা করে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সূত্রের খবর গুজরাট পুলিশ অভিযুক্ত সাতজন দুস্কৃতিকে তল্লাশি চালায়ে এবং সোমবার রাতে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে।
Gujarat | Seven accused arrested after they killed a BSF soldier Meljibhai Vaghela as he went to their home after one of the accused Shailesh Jadav made a video of victim's daughter viral in Chaklasi village in Nadiad on December 24: DSP VR Bajpai, Nadiad (26.10) pic.twitter.com/k3fEgrvARF
— ANI (@ANI) December 27, 2022