![](https://bnst1.latestly.com/uploads/images/2025/01/accident-r.jpg?width=380&height=214)
আহমেদাবাদ-ভদোদরা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা (Accident)। গুজরাটে (Gujarat) আহমেদাবাদ-ভদোদরা জাতীয় সড়ক ট্রাকের সঙ্গে একটি গাড়ির ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। জাতীয় সড়কে (National Highway) দুরন্ত গতিতে ছুটে আসা ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কা লেগে দুর্ঘটনাস্থলে এক দম্পতির মৃত্যু হয়। ওই দম্পতির মৃত্যু হলে, তাঁদের ২ সন্তানকে আহত। গুরুতর আহত অবস্থায় মা-বাবা ছাড়াই ওই ২ শিশুকে ভর্তি করা হয় হাসপাতালে। হাসপাতালেই ওই ২ শিশুর চিকিৎসা চলছে। দুর্ঘটনাস্থল থেকে যে ছবি উঠে আসে, সেখানে দেখা যায়, ট্রাকের ধাক্কায় গাড়িটি পুরো দমুড়ে মুচড়ে গিয়েছে।
দেখুন জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার জেরে কীভাবে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়...
#WATCH | Ahmedabad, Gujarat: A couple died and their two children were injured after their car collided with a truck on the Ahmedabad-Vadodara Expressway: Safin Hasan, DCP Traffic Ahmedabad
(Source: Safin Hasan, DCP Traffic Ahmedabad) pic.twitter.com/ZjVURd0tld
— ANI (@ANI) February 10, 2025