Amit Shah: ২০২৪ লোকসভায় বিজেপিকে জেতালে দাঙ্গাবাজদের উল্টো করে ফাঁসিতে ঝোলানো হবে, বিহারে বললেন শাহ, দেখুন ভিডিয়ো
রাম নবমীর অনুষ্ঠানকে ঘিরে বিহারের নালন্দা, সাসারাম, বিহার শারিফের মত জায়গায় দাঙ্গা হয়।
পটনা, ২ এপ্রিল: বিহারের বেশ কিছু জায়গায় রাম নবমীকে ঘিরে সাম্প্রদায়িক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। বেশ কিছু জায়গায় হয় অশান্তিও। এমন সময় বিহার সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এনডিএ ছেড়ে মহাগঠবন্ধনের সঙ্গে সরকার গড়া নীতীশ কুমারের রাজ্যে গিয়ে অমিত শাহ এক জনসভায় বললেন," ২০২৪ লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একক সংখ্যাগরিষ্ঠতা এনে দিন ও ২০২৫ বিহার বিধানসভা নির্বাচনে বিজেপিকে জেতান তাহলেই দাঙ্গাবাজদের ফাঁসিতে উল্টো করে ঝোলানো হবে।"
প্রসঙ্গত, রাম নবমীর অনুষ্ঠানকে ঘিরে বিহারের নালন্দা, সাসারাম, বিহার শারিফের মত জায়গায় দাঙ্গা হয়। আরও পড়ুন-জেডিইউ এর জন্য বিজেপির দরজা চিরতরে বন্ধ, প্রকাশ্য সভায় জানালেন অমিত শাহ (দেখুন ভিডিও)
দেখুন ভিডিয়ো
বিহারে নীতীশ কুমার এনডিএ ছাড়ার পর ২০২৪ লোকসভায় বিজেপি দু একটি ছোট দলগুলিকে বাদ দিলে রাজ্যে একাই লড়বে। ৪০ টি লোকসভা আসন থাকা বিহার থেকে যত সম্ভব বেশী আসন জেতার লক্ষ্যে বিজেপি।