Gallup Global Workplace Report: ভারতে ১৪% কর্মী নিজেদের সফল ভাবেন, বাকি ৮৬% কর্মক্ষেত্রে লড়াই করছেন মনে করেন, রিপোর্ট প্রকাশ্যে

গ্যালাপ গ্লোবাল ওয়ার্কপ্লেস রিপোর্ট যে গবেষণা চালায় বিভিন্ন কোম্পানিতে কর্মরত কর্মীদের নিয়ে, তাতে তাঁদের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। মানসিক দিক থেকে ওই কর্মীরা কতটা সুস্থ,সে বিষয়ে পরীক্ষানীরিক্ষা চালানো হয়। আর সেখানেই একাধিক ছবি উঠে আসতে শুরু করে।

Office Worker (Photo Credit: Pixabay)

দিল্লি, ১২ জুন: ভারতে যত শতাংশ কর্মী রয়েছেন অফিসের কাজে, তাঁদের মধ্যে শুধুমাত্র ১৪% মনে করেন, তাঁদের জীবন সফল। বাকি ৮৬%  কর্মীর ধারনা, তাঁরা লড়াই করছেন কর্মক্ষেত্রে। আবার এই সংখ্যক মানুষের মধ্যে কেউ কেউ মনে করেন, তাঁদের দুর্ভোগ চলছে। সম্প্রতি গ্যালাপ গ্লোবাল ওয়ার্কপ্লেস রিপোর্ট প্রকাশ্যে আসে। ওই রিপোর্টেই সামনে আসে ভারতের বিভিন্ন অফিসে কর্মরত মানুষের চিন্তাভাবনার ছবি। এসবের পাশাপাশি গোটা বিশ্ব জুড়ে ৩৪% কর্মী রয়েছেন, যাঁরা মনে করেন তাঁরা উন্নতশীল।

গ্যালাপ গ্লোবাল ওয়ার্কপ্লেস রিপোর্ট (Gallup Global Workplace Report) যে গবেষণা চালায় বিভিন্ন কোম্পানিতে কর্মরত কর্মীদের নিয়ে, তাতে তাঁদের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। মানসিক দিক থেকে ওই কর্মীরা কতটা সুস্থ,সে বিষয়ে পরীক্ষানীরিক্ষা চালানো হয়। আর সেখানেই একাধিক ছবি উঠে আসতে শুরু করে।

গ্লোবাল ওয়ার্কপ্লেসের রিপোর্ট অনুসারে, মাত্র ১৪% ভারতীয় মনে করেন যে তাঁরা উন্নতি করছেন কর্ম জগতে। বাকি ৮৬% ভারতীয় নিজেদের কর্মক্ষেত্রে সংগ্রাম করছেন, কষ্ট করে টিকে রয়েছেন বলে মনে করেন।



@endif