IPL Auction 2025 Live

Bhopal: ভোপালে সরকারি হাসপাতালে ভয়াবহ আগুন কেড়ে নিল ৪ সদ্যোজাতর প্রাণ

সোমবার মাঝ রাতে আগুন লাগে মধ্যপ্রদেশের কমলা নেহেরু শিশু হাসপাতালে। স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে আগুন লাগলে, সেখানে থাকা ৪ শিশুর মৃত্যু হয়।

Newborn, Representational Image. (Photo Credits: Rainer_Maiores/Pixabay)

ভোপাল, ৯ নভেম্বর: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ভোপালের (Bhopal) একটি সরকারি হাসপাতালে আগুনের গ্রাস কেড়ে নিল ৪ সদ্যোজাতর প্রাণ। যা নিয়ে ইতিমধ্যেই জোর শোরগোল শুরু হয়েছে।

রিপোর্টে প্রকাশ, সোমবার মাঝ রাতে আগুন (Fire) লাগে মধ্যপ্রদেশের কমলা নেহেরু শিশু হাসপাতালে। স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে আগুন লাগলে, সেখানে থাকা ৪ শিশুর (Newborns) মৃত্যু হয়। শট সার্কিট থেকেই সোমবার আগুন লাগে মধ্যপ্রদেশের ওই হাসপাতালে। যা নিয়ে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।

আরও পড়ুন: Kangana Ranaut: 'অনেকের মুখ বন্ধ করবে তাঁর এই সম্মান', সমালোচকদের একহাত পদ্মশ্রী কঙ্গনার

মধ্যপ্রদেশের মন্ত্রী বিশ্বাস সারাং জানান, কমলা নেহেরু শিশু হাসপাতালে আগুনের খবর পেতেই তাঁরা সেখানে ছুটে যান। তবে শট সার্কিটের জেরে আগুনের পর গোটা ওয়ার্ড জুড়ে অন্ধকার নেমে আসে। কোনওক্রমে ওই ওয়ার্ড থেকে অন্য সদ্যোজাতদের নিরাপদ জায়গায় সরানোর কাজ শুরু হয়। তবে উদ্ধার কাজ শুরুর আগেই ওই ৪ সদ্যোজাতর মৃত্যু হয় বলে জানান মন্ত্রী।

জানা যায়, সোমবার আগুন লাগলে প্রথমে হাসপাতালের (Hospital) তৃতীয় তলা আগুনের গ্রাসে চলে যায়। খবর পেতেই দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তবে শেষ পর্যন্ত ওই ৪ শিশুকে রক্ষা করা যায়নি।