Union Budget 2024-25: নির্মলার বাজেটে চটেছেন নবীন, রেগেছেন স্ট্যালিন
কেন্দ্রীয় বাজেটে দু হাত ভরে চন্দ্রবাবু নাইডুর অন্ধ্র প্রদেশ ও নীতীশ কুমারের বিহারকে দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সংখ্য়াগরিষ্ঠতা না পেলেও ফের নরেন্দ্র মোদীর দেশের প্রধানমন্ত্রী হওয়ার পিছনে আসল ভূমিকাটা নিয়েছেন চন্দ্রবাবু ও নীতীশ।
নতুন দিল্লি, ২৩ জুলাই: কেন্দ্রীয় বাজেটে দু হাত ভরে চন্দ্রবাবু নাইডুর অন্ধ্র প্রদেশ ও নীতীশ কুমারের বিহারকে দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (FM Nirmala Sitaraman)। সংখ্য়াগরিষ্ঠতা না পেলেও ফের নরেন্দ্র মোদীর দেশের প্রধানমন্ত্রী হওয়ার পিছনে আসল ভূমিকাটা নিয়েছেন চন্দ্রবাবু ও নীতীশ। চন্দ্রবাবুর দল টিডিপি-র ১৭ ও নীতীশের জেডি (ইউ)-য়ের ১২ জন সাংসদের সমর্থনেই কেন্দ্রে টিকে আছে মোদী সরকার। আর তাই কেন্দ্রীয় বাজেটে চন্দ্রবাবুর অন্ধ্রপ্রদেশকে ১৫ হাজার টাকা বরাদ্দ করল মোদী সরকার। আর নীতীশের বিহারের উন্নতির জন্য দেওয়া হল ২৬ হাজার কোটি টাকা। কিন্তু পশ্চিমবঙ্গ,তামিলনাড়ুর জন্য থাকল না কিছুই।
আর নির্মলার বাজেট নিয়ে ক্ষোভ অবিজেপি মুখ্যমন্ত্রী, বিভিন্ন রাজ্যের বিজেপি বিরোধী দলনেতাদের মধ্যে। এক সময় বিজেপির সঙ্গে দারুণ সখ্যতা থাকা নবীন পট্টনায়েক এদিন ক্ষোভে ফেটে পড়লেন। একই রকম বিরোধিতার সুর শোনা গেল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের গলায়। কেন্দ্রের বাজেটে বাংলাকে বঞ্চনার অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আরও পড়ুন-বাজেটে বৈষম্যের অভিযোগে সরব ইন্ডিয়া, বুধে বিরোধীদের বিক্ষোভ কর্মসূচি
দেখুন ভিডিয়ো
কেন্দ্রীয় বাজেট নিয়ে ওডিশার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধানসভার বিরোধী দলনেতা নবীন পট্টনায়েকও হতাশা প্রকাশ করে বললেন, "বিধানসভার নির্বাচনী ইস্তেহারে বিজেপি ওডিশাকে বিশেষ মর্যাদা দেওয়া হবে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বাস্তবে সেটা হল না। অন্ধ্র, বিহারকে স্পেশাল প্যাকেজ দিলেও ওডিশাকে বঞ্চিত করা হল। সেই সঙ্গে কয়লার রয়ালটি নিয়ে যে দাবি আমরা করেছিলাম, সেটাও বাতিল করে দিল কেন্দ্র সরকার। এতে আমাদের বহু কোটি টাকার ক্ষতি হবে। প্রাকৃতিক বিপর্যয়ে ওডিশার বারবার ক্ষতিগ্রস্থ হলেও ডিজিস্টার ম্যানেজমেন্ট, বন্যা নিয়ন্ত্রণ নিয়েও ওডিশাকে কিছুই দেওয়া হল না। সব মিলিয়ে এনডিএ ওডিশাকে পুরোপুরি বঞ্চিত করল। আমাদের কাছে এই বাজেট পুরোপুরি হতাশার।"
কেন্দ্রীয় বাজেট নিয়ে মমতা, নবীনের মতই পুরোপুরি হতাশ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এনকে স্ট্যালিন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর বক্তব্য, শুধু ক্ষমতা ধরে রাখতে বিশেষ দু একটা রাজ্যকে টাকায় ভাসিয়ে দিয়ে বাকিদের বঞ্চিত করা একেবারেই ঠিক নয়। কেন্দ্রীয় বাজেটে তামিলনাড়ুর জন্য কিছুই নেই বলে দাবি করেন স্ট্য়ালিন। এই কারণে তিনি ২৭ জুলাই, নীতী আয়োগের বৈঠক বয়কট করলেন বলে জানালেন স্ট্যালিন।