
ভাদোদরা, ২৬ মেঃ 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) অভিযানের পর প্রথমবার নিজের রাজ্য গুজরাটে পা রাখলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সোমবার সকাল সকাল গুজরাটের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সোম এবং মঙ্গল দুদিনের জন্যে একগুচ্ছ কর্মসূচি নিয়ে এ রাজ্যে এসেছে মোদী। গুজরাটে প্রায় ৮২ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। গুজরাট (Gujarat) পৌঁছেই ভাদোদরায় রোড শো করলেন। নমো'কে দেখতে এদিন রোড শোয়ে জড়ো হয়েছিলেন বিপুল সংখ্যক শহরবাসী। পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর 'অপারেশন সিঁদুর' অভিযানের অন্যতম মুখ কর্নেল সোফিয়া কুরেশির (Sofiya Qureshi) পরিবারের সদস্যরাও ভদোদরায় (Vadodara) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো'য়ে যোগ দেন। নমো'র জন্যে করেছেন পুষ্প বৃষ্টি।
মোদীর রোড শো'য়ে যোগ কর্নেল সোফিয়া কুরেশির পরিবারেরঃ
Gujarat: Family members of Indian Army officer Colonel Sofiya Qureshi joined Prime Minister Narendra Modi's roadshow in Vadodara, Gujarat pic.twitter.com/b9et75Ns1r
— ANI (@ANI) May 26, 2025
উল্লেখ্য, আগামী ১৯ জুন গুজরাটে দুই বিধানসভা আসনে রয়েছে উপনির্বাচন। ভোটের মুখে রাজ্যে পা এবং রাজ্যবাসীর জন্যে বিপুল অঙ্কের টাকার প্রকল্পের উদ্বোধন করে বিরোধীদের কটাক্ষের মুখে মোদী।