WBJEE Results: কয়েকঘণ্টা পর জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ, ফলাফল দেখুন নিম্নলিখিত ওয়েবসাইট গুলিতে

আজ জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ। দুপুর একটায় ভার্চুয়াল বৈঠকে ঘোষণা হবে ফল। দুপুর আড়াইটেয় ওয়েবসাইটে ফলপ্রকাশ। তখন থেকে ফল ডাউনলোড করা যাবে। এবার দেশজুড়ে জয়েন্ট দেন ৮০ হাজারের বেশি পরীক্ষার্থী। ৩০ হাজার আসনের বেশি আসনে ভরতি নেওয়া হবে। গত ২ ফেব্রুয়ারি এবারের জয়েন্টের পরীক্ষা হয়। ৬ মাস পর সেই ফল ঘোষণা হচ্ছে। করোনা মহামারীর কারণে থমকে ছিল ফল ঘোষণা।

প্রতীকী ছবি(Photo Credit: Facebook)

আজ জয়েন্ট এন্ট্রান্সের (WB Joint Entrance Examination 2020) ফলপ্রকাশ। দুপুর একটায় ভার্চুয়াল বৈঠকে ঘোষণা হবে ফল। দুপুর আড়াইটেয় ওয়েবসাইটে ফলপ্রকাশ। তখন থেকে ফল ডাউনলোড করা যাবে। এবার দেশজুড়ে জয়েন্ট দেন ৮০ হাজারের বেশি পরীক্ষার্থী। ৩০ হাজার আসনের বেশি আসনে ভরতি নেওয়া হবে। গত ২ ফেব্রুয়ারি এবারের জয়েন্টের পরীক্ষা হয়। ৬ মাস পর সেই ফল ঘোষণা হচ্ছে। করোনা মহামারীর কারণে থমকে ছিল ফল ঘোষণা।

জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল দেখুন - আরও পড়ুন, কুলভূষণ যাদবের জন্য আইনজীবী নিয়োগ করতে হবে, ভারতের সঙ্গে যোগাযোগ করল পাকিস্তান

এছাড়াও, ১) পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে (wbjeeb.nic.in) যান।

২) WBJEE Result 2020 লিঙ্কে ক্লিক করুন।

৩) নিজের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে Submit করুন।

৪) স্ক্রিনে আপনার রেজাল্ট (WBJEE Result 2020) দেখাবে। তা ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রেখে দিন।