Calcutta University BA/ B.Sc Odd Semester Results 2021: কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ, বিএসসির অড সেমেস্টার ২০২১-র ফলপ্রকাশিত

আজ, সোমবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ, বিএসসির অড সেমেস্টার ২০২১-র ফলপ্রকাশ হল। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সেমেস্টারের ফলপ্রকাশ হয়েছে। অনার্স, মেজরের ২০২০-তে পরীক্ষা হয়েছিল তারই ফলপ্রকাশ হল আজ। পরীক্ষার্থীরা ১২ ডিজিটের রোল নম্বর প্রয়োগ করে exametc.com-এই ওয়েবসাইট থেকে ফল জানতে পারবে।

Representational Image | (Photo Credits: pixabay)

আজ, সোমবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ, বিএসসির অড সেমেস্টার ২০২১-র ফলপ্রকাশ হল। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সেমেস্টারের ফলপ্রকাশ হয়েছে। অনার্স, মেজরের ২০২০-তে পরীক্ষা হয়েছিল তারই ফলপ্রকাশ হল আজ। পরীক্ষার্থীরা ১২ ডিজিটের রোল নম্বর প্রয়োগ করে exametc.com-এই ওয়েবসাইট থেকে ফল জানা যাবে।

-প্রথমে exametc.com- ওয়েবসাইটে যেতে হবে।

-এরপর "Calcutta University Result"- লিঙ্কটিতে যেতে হবে।

-তারপর ১২ ডিজিটের রোল নম্বর প্রয়োগ করতে হবে।

-এরপর সার্চ বাটনে ক্লিক করলেই ফল জানা যাবে।



@endif