Dhanteras 2024: ধনতেরাস থেকে দীপাবলি, সোনা নিয়ে আপানার বাড়িতে বিগ বাস্কেট, সুইগি

গ্রাহকের অর্ডার করা জিনিসপত্র শিগগিরই তাঁর দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর কোম্পানি। ফলে এই উৎসবের মরশুমেও যাতে গ্রাহকদের কোনও অসুবিধা না হয়, তার জন্য বহুমূল্য ১০ মিনিটের মধ্যে তাঁদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে বলে বিগ বাস্কেটের তরফে জানানো হয়।

BigBasket, Swiggy (Photo Credit: X)

দিল্লি, ২৯ অক্টোবর: তানিস্কের সঙ্গে জুটি বেঁধে এবার টাটার বিগ বাস্কেট (BigBasket) বড় খবর আনল। ধনতেরাসে (Dhanteras) যদি কেই সোনা বা রুপোর কয়েন অর্ডার করেন, তাহলে বিগ বাস্কেট তা পৌঁছে দেবে আপনার দরজায়। বিগ বাস্কেটের গ্রাহক লক্ষ্মী-গণেশের মূর্তি, ২৪ ক্যারাট সোনার কয়েন, লক্ষ্মী মোটিফ অর্ডার করতে পারেন। তানিস্কের কাছ থেকে গ্রাহকের জিনিস নিয়ে তা একেবারে তার দরজায় বিগ বাস্কেট পৌঁছে দেবে বলে খবর। অর্ডারের ১০ মিনিটের মধ্যে বিগ বাস্কেট আপনার দোর গোড়ায় জিনিস নিয়ে হাজির হবে বলে খবর।

গ্রাহকের অর্ডার করা জিনিসপত্র শিগগিরই তাঁর দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর কোম্পানি। ফলে এই উৎসবের মরশুমেও যাতে গ্রাহকদের কোনও অসুবিধা না হয়, তার জন্য বহুমূল্য ১০ মিনিটের মধ্যে তাঁদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে বলে বিগ বাস্কেটের তরফে জানানো হয়।

আরও পড়ুন: Dhanteras 2024: ধনতেরাসে কখন কিনবেন সোনা, রুপো, কোন সময় বয়ে আনবে আপানার সৌভাগ্যকে, দেখে নিন চটপট

বিগ বাস্কেটের পাশাপাশি সুইগি ইনস্টামার্টে (Swiggy Instamart), ব্লিংকিটেও অর্ডার করার ১০ মিনিটের মধ্যে সোনা, রুপোর কয়েন গ্রাহকের দরজায় পোঁছে দেবেন। উৎসবের মরশুমে এই অনলাইন ডেলিভারি সংস্থাগুলির নয়া উদ্যোগে গ্রাহকরা খুশি হতে শুরু করেছেন।

দীপাবলির আগের এই ধনতেরাসকে ভারতীয়রা অত্যন্ত শুভ বলে মনে করেন। তাই ধনতেরাসে সোনা, রুপোর গয়না থেকে তামার, স্টিলের বাসনপত্রও কেনেন অনেকে। সবকিছু মিলিয়ে ২৯ অক্টোবর সকাল থেকেই ধনতেরাসের শুভ সময় শুরু হয়েছে। তবে এদিন বিকেল ৫.৫৫ থেকে প্রদোষকাল শুরু হবে। ধনতেরাসের প্রদোষকালে ধাতু কেনা সবচেয়ে শুভ বলে মনে করা হয়।