Delhi Weather: রাজধানীর মুখ ঢেকে কুয়াশা ও ধোঁয়াশার চাদরে, বাতাসের গুণমাণ খুবই খারাপ জানাল সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড
রাজধানীর দূষণ পৌঁছল ‘মারাত্মক’ মাত্রায়। দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) গিয়ে পেরিয়েছে ৪০০-র সীমা। বুধবারের মত বৃহস্পতিবার সকাল থেকেও দিল্লি ও পার্শ্ববর্তী নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রাম ও ফরিদাবাদে লক্ষ করা গিয়েছে ঘন ধোঁয়াশার স্তর! সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (CPCB) এই ঘটনায় প্রমাদ গুণছেন।দিল্লির এই পরিস্থিতি অবশ্য আচমকাই এতটা খারাপ হয়েছে তা নয়। গত মাসের শেষেই দেখা যায় শীতের মরশুম শুরু হতে না হতেই দিল্লিতে দূষণের মাত্রা বাড়তে শুরু করেছে। বাতাসের গুণমান সূচকও কমছে হু হু করে।দিল্লির দূষণ নিয়ন্ত্রক কমিটির তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ২০২৫ সালের ১ জানুয়ারি পর্যন্ত সব ধরনের বাজি উৎপাদন, বাজি সঞ্চয়, বিক্রি এবং পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে। দূষণ রোধে নিষেধাজ্ঞা না মেনে খড় পোড়ানোর অভিযোগে হয়েছে গ্রেপ্তারিও। কিন্তু এতরকম পদক্ষেপের পরও পরিস্থিতি যে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি তা পরিষ্কার হয়ে গিয়েছে।
বায়ুর গুণমান 'গুরুতর' ভাবে খারাপ হওয়ায় অক্ষরধাম মন্দির এবং আশেপাশের এলাকাগুলিকে ধোঁয়াশা একটি পুরু স্তর গ্রাস করেছে৷ আজ সকালে আনন্দ বিহারে বাতাসের গুণগত মান রয়েছে (AQI) ৪৭৩ এ।
ধোঁয়াশার ঘন স্তর ঢেকেছে গাজীপুরকেও-
অন্যদিকে গোঁদের ওপর বিষ ফোঁড়া যমুনা নদীতে ভেসে আসা বিষাক্ত সাদা ফেনা। আজ সকালে দিল্লির কালিন্দী কুঞ্জ এলাকায় যমুনা নদীর বুকে বিষাক্ত ফেনা ভেসে আসতে দেখা গেছে। বাতাসের গুণমান 'খুব খারাপ' বিভাগে থাকায় আকাশও ঢেকে ছিল কুয়াশার চাদরে।
#WATCH | Delhi | Toxic foam floats on the surface of Yamuna River in the Kalindi Kunj area. A layer of haze also witnessed in the sky as the air quality remains in the 'Very Poor' category. pic.twitter.com/g95x6HuYjN