Congress: বুধে ভোট, আজ কাশ্মীরে নির্বাচনী ইস্তেহার প্রকাশ কংগ্রেসের

একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে বিধানসভা ভোট শুরুর একদিন আগে জম্মু-কাশ্মীরবাসীর জন্য নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস। 'হাত বদলেগা হালাত'স্লোগান দিয়ে এই ইস্তেহার প্রকাশ করল হাত শিবির।

Rahul Gandhi.jpg (Photo Credit: Twitter)

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর: একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে বিধানসভা ভোট শুরুর একদিন আগে জম্মু-কাশ্মীরবাসীর জন্য নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস। 'হাত বদলেগা হালাত'স্লোগান দিয়ে এই ইস্তেহার প্রকাশ করল হাত শিবির। ভূ-স্বর্গে ক্ষমতায় এলে জম্মু-কাশ্মীর-কে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া, স্থানীয় মানুষের চাকরী ও কর্মসংস্থান, বিগত কয়েক বছর ধরে চলা জম্মু-কাশ্মীরে ওঠা বিভিন্ন দুর্নীতিতে শ্বেতপ্রকাশ করার কথা ইস্তেহারে জানাল কংগ্রেস।

তবে সংবিধানের ৩৭০ ধারা নিয়ে কোনও ঘোষণা থাকল না। ভূ স্বর্গে বিজেপি-র ইস্তেহারে রাজ্যের বয়স্ক মহিলাদের জন্য বার্ষিক ১৮ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল।

দেখুন শ্রীনগরে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস

এবারও ভূ স্বর্গে কংগ্রেস জোট গড়ে লড়ছে ন্যাশানল কনফারেন্সের সঙ্গে। ফারুক-ওমর আবদুল্লার পার্টি এনসি, কংগ্রেসের ইন্ডিয়া জোটে একটি করে আসনে লড়ছে সিপিআইএম ও জম্মু-কাশ্মীর প্যান্থার্স পার্টি। ৯০ আসনের জম্মু-কাশ্মীরের বিধানসভায় এনসি ৫১টি, কংগ্রেস ৩২টি আসনে লড়বে। পাঁচটি আসনে 'বন্ধুত্বপূর্ণ' লড়াই হবে এনসি ও কংগ্রেসের মধ্যে। বুধবার, ১৮ সেপ্টেম্বর থেকে তিন দফায় ভূ স্বর্গে বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। উপত্যকায় ২৫ সেপ্টেম্বর ও পয়লা অক্টোবর বাকি দুটি দফায় ভোটগ্রহণ হবে। দীর্ঘ ১০ বছর পর ভূ স্বর্গে বিধানসভা নির্বাচন হচ্ছে।