Aman Sehrawat: অলিম্পিক পদকজয়ী আমন শেরাওয়াতের নামে নয়া স্টেডিয়াম তৈরির প্রতিশ্রুতি কংগ্রেসের
প্যারিস অলিম্পিক্স ২০২৪-এ পুরুষদের ফ্রিস্টাইল কুস্তির ৫৭ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জেতেন আমন শেরাওয়াত। হরিয়ানার ছেলে আমন শেরাওয়াতের অলিম্পিক পদক জয়কে নিয়ে উচ্ছ্বসিত রাজ্যবাসী।
চণ্ডিগড়, ২৭ অগাস্ট: প্যারিস অলিম্পিক্স ২০২৪ (Paris Olympics 2024)-এ পুরুষদের ফ্রিস্টাইল কুস্তির ৫৭ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জেতেন আমন শেরাওয়াত (Aman Sehrawat)। হরিয়ানার ছেলে আমন শেরাওয়াতের অলিম্পিক পদক জয়কে নিয়ে উচ্ছ্বসিত রাজ্যবাসী। আর হরিয়ানায় নির্বাচনী প্রচারে নেমে বড় ঘোষণা করলেন কংগ্রেস সাংসদ দীপেন্দ্র হুডা। হরিয়ানায় ভোটে জিতে কংগ্রেস ক্ষমতায় এলে প্যারিস অলিম্পিকে পদকজয়ী কুস্তিগীর আমন শেরাওয়াতের নামে নতুন স্টেডিয়াম তৈরি করা হবে বলে জানালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র হুডার ছেলে তথা হাত শিবিরের নেতা দীপেন্দ্র হুডা।
আমন শেরওয়াত আগামী প্রজন্মের কাছে উদাহরণ। অলিম্পিকে পদক জিতে দেশের নাম উজ্জ্বল করেছেন। এমন কথা বলে কংগ্রেসের ইস্তেহারে আমন শেরাওয়াত-এর নামে নতুন স্টেডিয়াম তৈরির প্রতিশ্রুতিটি অন্তর্ভুক্ত করা হবে বলেও তিনি জানিয়েছেন। মাত্র ১০০ গ্রাম ওজন বেশী হওয়ায় প্যারিস অলিম্পিকে মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে উঠেও পদক বাতিল হওয়া ববিতা ফোগাটকে বড় সম্বর্ধনা জানিয়েছে হরিয়ানা কংগ্রেস। আরও পড়ুন-সেলফি তুলতে গিয়ে অসাবধানতায় ২৬২ ফুট পাহাড় থেকে পড়ে মৃত্যু চেক জিমন্যাস্টের
দেখুন আমন শেরওয়াতের নামে স্টেডিয়াম তৈরির প্রতিশ্রুতি কংগ্রেস নেতার
এদিকে, জননায়ক জনতা পার্টি ও চন্দ্রশেখর আজাদ সমাজ পার্টি-র সঙ্গে হরিয়ানায় কংগ্রেস জোট গড়ার সম্ভাবনার কথা বলতে গিয়ে দীপেন্দ্র হুডা জানিয়েছেন, " ওদের সঙ্গে আসন সমঝোতার প্রশ্ন উঠছে না এখন। কারণ ওরা বিজেপির পথে এগিয়ে চলেছে।"