Kerala Puthuppally Assembly Results: অক্ষত চান্ডি গড়, পুথুপাল্লিতে সিপিএমকে হারিয়ে বড় জয় কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলের, জামানত জব্দ বিজেপির

মান চান্ডির মৃত্যুতে খালি হয়ে যাওয়া পুথুপুল্লি বিধানসভার উপনির্বাচনে তাঁর ছেলে চাণ্ডি ওমেনকে প্রার্থী করেছিল কংগ্রেস। উপনির্বাচনের ফল ঘোষণার শেষে দেখা গেল চাণ্ডি-গড় অনায়াসে রক্ষা করল কংগ্রেস।

Former CM Ooman Chandy Photo Credit: Twitter@ANI

কেরলে কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চাণ্ডীর নির্বাচনী কেন্দ্র ছিল পুথুপাল্লিতে। এই আসন থেকে ১৯৭০ সাল থেকে টানা ১৩ বার জিতে বিধায়ক হন ওমেন চাণ্ডি। মাসখানেক আগে তিনি মারা যান। ওমান চান্ডির মৃত্যুতে খালি হয়ে যাওয়া পুথুপুল্লি বিধানসভার উপনির্বাচনে তাঁর ছেলে চাণ্ডি ওমেনকে প্রার্থী করেছিল কংগ্রেস। উপনির্বাচনের ফল ঘোষণার শেষে দেখা গেল চাণ্ডি-গড় অনায়াসে রক্ষা করল কংগ্রেস। রাজ্যের শাসক দল সিপিএমের প্রার্থী জ্যাক থমাসকে প্রায় ৩৬ হাজার ভোটে হারিয়ে বিধায়ক হলেন ওমেন চাণ্ডির ছেলে চাণ্ডি ওমেন। উপনির্বাচনে মোট ভোটের ৬১ শতাংশ পেলেন কংগ্রেসের চাণ্ডি ওমেন। সেখানে বিজেপি প্রার্থী জি লিজিনলাল পেলেন মাত্র ৩ শতাংশ ভোট। তাঁর জামানত জব্দ হয়েছে। দু বছর আগে কেরল বিধানসভা নির্বাচনে পুথুপল্লীতে ওমেন চাণ্ডি জিতেছিলেন ৯ হাজার ভোটে।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী একে অ্যান্টনির ছেলে অনিল অ্যান্টনিকে প্রচারে গুরু দায়িত্ব দিয়েও সেখানে বিজেপির কোনও লাভই হল না। কারণ দু বছর আগে এই কেন্দ্রে নির্বাচনে বিজেপি প্রায় ৯ শতাংশ ভোট পেয়েছিল। পুথুপল্লীতে বিজেপির ভোট দু বছরে কমল ৬ শতাংশের কাছাকাছি। আরও পড়ুন-ত্রিপুরায় 'অস্বাভাবিক' জয় বিজেপির

পুথুপল্লী বিধানসভা উপনির্বাচন ২০২৩-র ফল

চান্ডি ওমেন (কংগ্রেস): ৭৮,০৯৮

জেইক সি থমাস (সিপিএম): ৪১,৬৪৪

জি.লিজিলাল (বিজেপি): ৬,৪৪৭

লুকে থমাস (আপ): ৮২৯

চান্ডি ওমেন (কংগ্রেস) জয়ী ৩৬ হাজার ৪৫৪ ভোটে



@endif