Central Govt Fixes Retail Price Of 74 Medicine: গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সুগার, প্রেসার-সহ ৭৪ ওষুধের দাম বেধে দিল কেন্দ্র

এনপিপিএর তরফে, মৃগী নিউট্রোপেনিয়ার চিকিৎসায় ব্যবহৃত ওষুধগুলির সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে। পাশপাশি NPPA সোডিয়াম ভালপ্রোয়েটের দাম কমিয়েছে।

Medicine To Get Cheaper (Photo Credit: Pixabay)

সুগার, ব্লাড প্রেসার-সহ ৭৪টি ওষুধের দাম বেধে দিল কেন্দ্রীয় সরকার। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির (NPPA) তরফে সুগার, প্রেসার-সহ ৭৪টি ওষুধের দাম বেধে দেওয়া হয়েছে। এনপিপিএর তরফে, মৃগী নিউট্রোপেনিয়ার চিকিৎসায় ব্যবহৃত ওষুধগুলির সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে। পাশপাশি NPPA সোডিয়াম ভালপ্রোয়েটের দাম কমিয়েছে। সোডিয়াম ভালপ্রোয়েটের একটি ট্যাবলেটের দাম নির্ধারণ করা হয়েছে ৩.২০ টাকা। এছাড়া ফিলগ্রাস্টিম ইনজেকশনের দাম নির্ধারণ করা হয়েছে। হাইড্রোকর্টিসোনের (স্টেরয়েড) দাম করা হয়েছে ১৩.২৮ করে।