সিসিটিভি ফুটেজ (ছবিঃX)

নয়াদিল্লিঃ বিহারে (Bihar) অব্যাহত জঙ্গলরাজ রাস্তায় প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ীকে খুনের পর এবার হাসপাতালের মধ্যে ঢুকে বন্দিকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা আইসিইউর বেডেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বন্দির এবার এই ঘটনার সিসিটিভি ফুটেজ এল পাটনা পুলিশের হাতে ইতিমধ্যেই ওই ফুটেজ খতিয়ে দেখে অপরাধীদের শনাক্ত করার কাজ শুরু করেছে পুলিশআরও পড়ুনঃ বিহারে ফের প্রকাশ্যে চলল গুলি, আইসিইউতে ঢুকে জেলবন্দিকে খুন

কী ঘটেছিল পাটনার হাসপাতালে? দেখুন সিসিটিভি ফুটেজ

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে আচমকাই পাটনার 'পারস হাসপাতাল'- প্রবেশ করে একদল দুষ্কৃতী বন্দুক হাতে সোজা আইসিইউর দিকে এগিয়ে যায় তারা এরপর আইসিইউতে ঢুকে কুখ্যাত বন্দি চন্দন মিশ্রকে লক্ষ্য করে গুলি চালায় তারা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে হাসপাতালের বারান্দা ধরে হেঁটে আইসিইউতে প্রবেশ করে পাঁচ যুবক ঢোকার আগে পকেট থেকে বন্দুক বের করে তারা কয়েক মিনিট পর বন্দুক হাতে আইসিইউ থেকে ছুটে বেরিয়ে যেতে দেখা যায় তাদের প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরেই এই খুন

উল্লেখ্য, বন্দি চন্দন মিশ্র বক্সার জেলার বাসিন্দা খুন-সহ তার নামে একাধিক অভিযোগ ছিল জেলেই বন্দি ছিল সে সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে প্যারলে তাকে মুক্তি দেওয়া হয় পাটনার ওই হাসপাতালেই ভর্তি ছিল সে

দেখুন পাটনার পারস হাসপাতালের সিসিটিভি ফুটেজ