K Kavitha: রোড শোয়ের মাঝে জ্ঞান হারিয়ে মাথা ঘুরে পড়ে গেলেন মুখ্যমন্ত্রীর দলনেত্রী কন্যা, দেখুন ভিডিয়ো
তেলাঙ্গানা বিধানসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা তথা বিআরএস নেত্রী কে কবিতা।
তেলাঙ্গানা বিধানসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা তথা বিআরএস নেত্রী কে কবিতা (BRS MLC K Kavitha)। দক্ষিণের এই রাজ্যে বিধানসভা নির্বাচন আর দিন ১২ দূরে। তার আগে একেবারে মরিয়া হয়ে প্রচারে নেমেছে সব দল।
ভারতের বিভিন্ন রাজ্যে শীত পড়ে গেলেও তেলাঙ্গানায় এখন বেশ গরম। চড়া রোদের মধ্যে দলীয় প্রার্থীর হয়ে রোড শো প্রচারে বেরিয়ে জ্ঞান হারিয়ে মাথা ঘুরে পড়ে গেলেন মুখ্যমন্ত্রীর কন্যা তথা বিআরএস-এর শীর্ষনেত্রী কবিতা। ডিহাইড্রেশনের কারণেই মুখ্যমন্ত্রীর কন্যা কবিতা জ্ঞান হারিয়েছেন বলে ডাক্তাররা জানিয়েছেন। তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গিয়েছে।
দেখুন ভিডিয়ো
তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বর তেলাঙ্গানায় এক দফায় ১১৯টি আসনে বিধানসভা নির্বচন হবে।